বীর জাদেজায় জয়ধ্বনি

গুজরাট টাইটান্স ২১৪/৪ (২০ ওভার) চেন্নাই সুপার কিংস ১৭১/৫ (১৫ ওভার)

Must read

আমেদাবাদ, ২৯ মে : রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে বল বিদ্যুৎগতিতে বাউন্ডারি লাইন পেরোতেই টিভি ক্যামেরা তাঁকে ধরল। গোটা সিএসকে (CSK vs Gujarat Titans) দল যখন চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতোয়ারা। তখন ডাগ আউটে বসে নিশ্চল এম এস ধোনি। চোখ বন্ধ করে আরও একটা আইপিএল ট্রফি জয়ের মুহূর্ত অনুভব করছিলেন ক্যাপ্টেন কুল!
টানটান উত্তেজনার মধ্যেই গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম আইপিএল খেতাব জিতল চেন্নাই সুপার কিংস (CSK vs Gujarat Titans)। অধিনায়ক ধোনির মুকুটে যোগ হল আরও একটা সাফল্যের পালক। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান তুলেছিল গুজরাট। আগের দিন বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গিয়েছিল। তবে সোমবার খেলা শুরুর আগে সমাপ্তি অনুষ্ঠানের সময় বা গুজরাটের ব্যাটিংয়ের সময় কোনও সমস্যা হয়নি। কিন্তু সিএসকের ইনিংস শুরু হতেই বৃষ্টি নামে। খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকায় চেন্নাইয়ের সামনে টার্গেট দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রান। শেষ দু’বলে ছয় ও চার হাঁকিয়ে দলকে রুদ্ধশ্বাস জয় উপহার দেন জাদেজা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা গুজরাটের শুরুটা ভালই করেছিলেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। গোটা টুর্নামেন্ট জুড়ে স্বপ্নের ফর্মে থাকা শুভমন এদিন অবশ্য বড় রান করতে পারেননি। ২০ বলে ৩৯ রান করে জাদেজার বলে ধোনির হাতে স্টাম্পড হন তিনি। দারুণ ব্যাট করছিলেন ঋদ্ধি। কিন্তু ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর তিনিও আউট হয়ে যান। ঋদ্ধিমানের অবদান ৩৯ বলে ৫৪। তবে গুজরাট যে স্কোরবোর্ডে দুশোর বেশি রান তুলেছিল, তারজন্য কৃতিত্ব প্রাপ্য সাই সুদর্শনের। তিনি মাত্র ৪৭ বলে ৯৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে দেন। ১২ বলে ২১ রান করে নট আউট থাকেন হার্দিক।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তুলেছিলেন সিএসকের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। মাত্র ৩৯ বলে ৭৪ রান যোগ করার পর এই জুটি ভেঙে দেন নুর আহমেদ। ১৬ বলে ২৬ করে তাঁর শিকার হন ঋতুরাজ। ওই ওভারেই কনওয়েকে আউট করে চেন্নাইকে চাপে ফেলে দিয়েছিলেন নুর। কনওয়ে ২৫ বলে ৪৭ করেন। রাহানে (১৩ বলে ২৭), অম্বাতি রায়াডু (১৯) ও ধোনি (০) আউট হলে চাপ আরও বেড়ে গিয়েছিল। তবে শিবম দুবেকে (২১ বলে অপরাজিত ৩২) সঙ্গে নিয়ে জয় এনে দেন জাদেজা (৬ বলে অপরাজিত ১৫)।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে বীর চিলা রায়ের ব্রোঞ্জ মূর্তি

Latest article