করোনার জন্য আরও ডাক্তার চাইল বেলেঘাটা আইডি

করোনার স্ফীতির কথা মাথায় রেখে আবার ৪ জুলাই অপর একটি চিঠিতে ১৫ জন নার্স এবং ‘ক্রিটিক্যাল কেয়ার’ বিশেষজ্ঞ চাওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এবার কোভিড চিকিৎসা সামলাতে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে আরও চিকিৎসক এবং নার্স চেয়ে আবেদন করল বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই আবেদন জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আইডি হাসপাতালের বিভিন্ন বিভাগ মিলিয়ে গত জুন মাসে ১৮ জন চিকিৎসক চেয়ে চিঠি পাঠানো হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন-ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধিত মহারাজ

করোনার স্ফীতির কথা মাথায় রেখে আবার ৪ জুলাই অপর একটি চিঠিতে ১৫ জন নার্স এবং ‘ক্রিটিক্যাল কেয়ার’ বিশেষজ্ঞ চাওয়া হয়েছে। রাজ্যে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা এবং রাজ্য স্বাস্থ্য অধিকর্তা— দু’জনকেই এ বিষয়ে জানানো হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। এই প্রসঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষ অণিমা হালদার জানান, ‘‘রাজ্যে করোনার সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন। সাম্প্রতিক কোভিড স্ফীতির জন্য নতুন ওয়ার্ডও চালু করা হয়েছে। এই অবস্থায় রোগীদের সুষ্ঠু পরিষেবা দিতে আরও চিকিৎসক, সিনিয়র রেসিডেন্ট বা মেডিক্যাল অফিসার জরুরি।” এই বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেন, বিষয়টি নজরে রয়েছে।

Latest article