প্রতিবেদন : খেলো ইন্ডিয়ায় অংশ নিতে যাওয়ার সময় ট্রেনে ডাকাতির শিকার বাংলার জিমন্যাস্টিক্স (Gymnastics Team) দল। ঘটনাটি ঘটেছে অমৃতসর মেলে। প্রতিযোগীদের নথি থেকে শুরু করে টাকা চুরির অভিযোগ করা হয়েছে দলের তরফে। রেল মন্ত্রককে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে তারা। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় হাওড়া থেকে ট্রেন ছাড়ে। প্রতিযোগিতায় অংশ নিতে হরিয়ানার পথে বাংলা দল (Gymnastics Team)। শনিবার ভোরে আম্বালা পৌঁছনোর আগেই চরম সমস্যায় বাংলার জিমন্যাস্টরা। বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে ট্রেনে ডাকাতি হয়েছে বলে অনুমান। একটি ট্রলি ও দু’টি— বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের— স্যুটকেস খোয়া গিয়েছে। তার মধ্যে প্রতিযোগীদের প্রয়োজনীয় নথি, ক্রেডিট কার্ড, এক লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে। জিমন্যাস্টিক্সের আন্তর্জাতিক বিচারক অংশুমান বন্দ্যোপাধ্যায়েরও স্যুটকেস চুরি হয়েছে। বাংলা দলের অভিযোগ, ডাকাতির কথা জানানোর পরেও রেল পুলিশ কোনও রকম সাহায্য করেনি।
ট্রেন সফরের মধ্যেই ফোনে বাংলার ম্যানেজার বলেন, ‘‘সবাই একটা জামাকাপড় পরেই রয়েছে। ভোরে নেমে ছেলেমেয়েদের কী খাওয়াব, সেটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেউ খেলতে পারবে কি না, সেটাই বুঝতে পারছি না। ট্রেনে থাকায় এফআইআর-ও করতে পারিনি। আম্বালায় নেমে করব।’’
আরও পড়ুন: সিঙ্গুরের সন্তোষী মায়ের মন্দিরে ব্রত উদযাপন মুখ্যমন্ত্রীর, করলেন শিশুদের খাবার পরিবেশন