প্রতিবেদন : দেশের সেরা নদিয়া জেলার নাকাশিপাড়া আইটিআই। বাংলার এই প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিল নীতি আয়োগ। সেই সঙ্গে ফের দেশের সেরা হল বাংলা মডেল। বাংলার এই মডেল এবার অন্যান্য রাজ্যকেও অনুসরণ করার সুপারিশ করল কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ। কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের এই রিপোর্ট ফের বিজেপি ও বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় প্রাইভেট ট্রেনিং পার্টনার বা পিটিপি মডেলে গড়ে উঠেছে নদিয়ার এই কলেজ।
আরও পড়ুন-জলদাপাড়ায় পর্যটকের গাড়িতে গন্ডারের হামলা, উদ্ধার হল চিতা
এই কলেজে সমীক্ষা চালিয়ে তার ভূয়সী প্রশংসা করেছে নীতি আয়োগ। প্রশংসার পাশাপাশি গোটা দেশকে এই মডেল অনুসরণ করার পরামর্শও দিয়েছে তারা। নীতি আয়োগের ৯৮ পাতার রিপোর্ট বলছে, অত্যন্ত সহজ এবং কম খরচে কারিগরি শিক্ষায় বাংলার এই মডেল গোটা দেশের কাছে অনুকরণযোগ্য। অষ্টম শ্রেণি পাশ করলেই যে কোনও পড়ুয়া নাকাশিপাড়ার এই আইটিআই কলেজে ভর্তি হতে পারেন। তারপর চলে এক থেকে দু’বছর পর্যন্ত হাতেকলমে প্রশিক্ষণ। এর জন্য শিক্ষার্থীদের প্রতি মাসে খরচ মাত্র ৩০ টাকা। প্রকল্পের বাকি টাকা দেয় রাজ্য সরকার। সব মিলিয়ে শিক্ষার্থী প্রতি ৭ হাজার টাকা অনুদান দেয় সরকার। একই সঙ্গে ওই রিপোর্টে নীতি আয়োগ এ রাজ্যে মহিলাদের জন্য তৈরি কলকাতার ওম্যান ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট-এর কথাও বিশেষভাবে উল্লেখ করেছে।
আরও পড়ুন-গ্রামবাসীরা নিশীথকে তাড়ালেন ঘাড়ধাক্কা দিয়ে, সুকান্তও বিপাকে
বিশ্বব্যাঙ্ক এবং পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের যৌথ উদ্যোগে চলছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এখানে হাতেকলমে প্রশিক্ষণ দিয়ে মহিলাদের স্বনির্ভর করা হচ্ছে। ৪৮ আসনের এই প্রতিষ্ঠানে কাজ শিখে এরই মধ্যে বহু মহিলা সাফল্যের সঙ্গে বিভিন্ন কাজ করে স্বনির্ভর হয়েছেন। ফলে বাংলার এই মডেলকে অনুসরণ করে দেশের আইটিআইগুলিতে পরিবর্তন আনার পক্ষে জোরালো সওয়াল করেছে নীতি আয়োগ। সরকারি ও বেসরকারি মিলিয়ে গোটা দেশের ১৪ হাজার ৭৮৯টি আইটিআই-এর হালহকিকৎ খতিয়ে দেখতেই এই সমীক্ষা চালায় নীতি আয়োগ।