বুমেরাং সমালোচনা, দুরবস্থা ডবল ইঞ্জিন বিজেপি রাজ্যের শিক্ষায় শীর্ষে বাংলা

বিরোধীদের সমালোচনা বুমেরাং হয়ে গেল। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে দিনরাত রাজ্য সরকারের সমালোচনা করে চলেছে বিরোধীরা

Must read

প্রতিবেদন : বিরোধীদের সমালোচনা বুমেরাং হয়ে গেল। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে দিনরাত রাজ্য সরকারের সমালোচনা করে চলেছে বিরোধীরা। এরই মধ্যে প্রাথমিক শিক্ষায় বড়সড় সাফল্য এল বাংলার ঝুলিতে। আর সেই সাফল্যের স্বীকৃতি এল খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকেই। প্রধানমন্ত্রীর দফতরের ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে প্রাথমিক শিক্ষায় দেশের বড় রাজ্যগুলির মধ্যে সেরার শিরোপা পেল বাংলা।

আরও পড়ুন-বাংলাই মডেল বলল এবার নীতি আয়োগ, নাকাশিপাড়া আইটিআইকে কেন্দ্রের স্বীকৃতি

রিপোর্ট বলছে, ১০ বছরের কম বয়সি অর্থাৎ প্রাথমিক স্তরের পড়াশোনায় দেশের বড় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম হয়েছে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রাপ্ত নম্বর হল ৫৪.৯৮। উল্টোদিকে সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে রয়েছে ‘ডবল ইঞ্জিন’-সরকারের রাজ্য উত্তরপ্রদেশ। ওই রাজ্যের প্রাপ্ত নম্বর ৩৭.৪৬। মূলত পাঁচটি সূচকের ভিত্তিতে রাজ্যগুলিকে এই নম্বর দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে, পড়াশোনা করার সুযোগ-সুবিধা, শিক্ষার মান, শিক্ষাসংক্রান্ত ব্যবস্থাপনা, পড়ুয়াদের স্বাস্থ্য এবং সামগ্রিক পরিচালন ব্যবস্থা। এই পাঁচটি সূচকের ভিত্তিতে প্রথম স্থান পেয়েছে বাংলা। কেন্দ্রীয় সরকারের এই স্বীকৃতির পর এখন মুখ লুকাতে ব্যস্ত বিরোধীরা। সামগ্রিকভাবে সব রাজ্যগুলির মধ্যে ৬৪.১৯ নম্বর পেয়ে এই তালিকায় এক নম্বরে পাঞ্জাব।

Latest article