প্রতিবেদন : পাঞ্জাবের বিরুদ্ধে জেতার পর সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচে আয়োজক কেরলের কাছে ০-২ গোলে হেরে গেল বাংলা। ঘরের মাঠে গ্যালারির সমর্থন নিয়ে শেষ ১০ মিনিটে জোড়া গোল করে জয় ছিনিয়ে নিল কেরল। এই ম্যাচ জিতে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল তারা। অন্যদিকে, শেষ চারে ওঠার লড়াইয়ে চাপে পড়ে গেল বঙ্গ ব্রিগেড।
আরও পড়ুন-শ্রেয়সের লড়াই ব্যর্থ, টানা তিন হার কেকেআরের, হ্যাটট্রিকে বাজিমাত চাহালের
৮৪ মিনিট পর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি কোনও দল। প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই হলেও দ্বিতীয়ার্ধে নিজেদের সম্পূর্ণ বদলে ফেলে দাপুটে ফুটবল খেলে কেরল। বাংলার গোলকিপার প্রিয়ন্ত সিং নিশ্চিত কয়েকটি গোল বাঁচান। কিন্তু ম্যাচের ৮৫ মিনিটে বাংলার যাবতীয় প্রতিরোধ ভেঙে পড়ে। আগের ম্যাচের হ্যাটট্রিককারী জিজো জোশেফের পাস থেকে গোল করে কেরলকে এগিয়ে দেন নোউফল। পিছিয়ে পড়ে ৯০ মিনিটে গোল শোধের মরিয়া চেষ্টায় সহজ সুযোগ নষ্ট করে বাংলা। কিন্তু ইনজুরি টাইমে (৯৪ মিনিটে) দ্বিতীয় গোল করে বাংলার লড়াই থামিয়ে দেয় আই এম বিজয়নের রাজ্য। কেরলের হয়ে গোলটি করেন জেসিন।
আরও পড়ুন-মহিলা তৃণমূলের নতুন কমিটিতে স্থগিতাদেশ চন্দ্রিমা ভট্টাচার্যের
তবে ম্যাচ হারলেও সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়নি রঞ্জন ভট্টাচার্যের দলের। গ্রুপের সেরা দু’টো দল যাবে শেষ চারে। পরপর দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে কেরল। বাংলার ৩ পয়েন্ট। বাকি দুটো ম্যাচে মেঘালয় ও রাজস্থানের বিরুদ্ধে জিততেই হবে বাংলাকে।