মহিলা তৃণমূলের নতুন কমিটিতে স্থগিতাদেশ চন্দ্রিমা ভট্টাচার্যের

Must read

মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কমিটি ঘোষণা করেও তাতে স্থগিতাদেশ দিল তৃণমূল কংগ্রেস। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে ৪৪ জনের সাংগঠনিক কমিটি ঘোষণা করেছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নতুন কমিটিতে দায়িত্বে আনা হয়েছিল একাধিক নতুন মহিলা সদস্যকে। ৩১টি সাংগঠনিক জেলাতেও বেশির ভাগ ক্ষেত্রেই নতুনদের দায়িত্বে এনেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু নতুন কমিটি স্থগিত হয়ে যাওয়ায় সেই দায়িত্ব এখনই তাঁদের হাতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন – বেহাল অর্থনীতি সৌজন্যে মোদি সরকার 

মঙ্গলবার স্থগিতাদেশ দিয়েছেন পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যই। তিনি জানিয়েছেন, আপাতত ঘোষিত কমিটি স্থগিত করে দেওয়া হয়েছে। পুরনো কমিটিই আগের মতো কাজ করবে। সময় মতো আবার নতুন কমিটির প্রসঙ্গে জানানো হবে।

আগামী ৫ মে থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে “দিদিকে বলো” -র দ্বিতীয় দফা কর্মসূচি। সোমবার চন্দ্রিমা জানিয়েছিলেন, আগামী সপ্তাহে মহিলা তৃণমূলের (Trinamool Congress) নতুন কমিটির বৈঠক ডাকা হতে পারে। ৫ মে থেকে যে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে, তার রূপরেখাও নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। কিন্তু মঙ্গলবার চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৫ মে থেকে দলের যে কর্মসূচি শুরু হচ্ছে, তাতেও দায়িত্ব পালন করবেন মহিলা তৃণমূলের পুরনো কমিটির সদস্যরাই।

Latest article