খাস কলকাতায় শ্যুটআউট, গুলিবিদ্ধ ২

Must read

ফের কলকাতায় দিনে দুপুরে শ্যুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ ২ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বাঁশদ্রোণীর (Bansdroni) ব্রহ্মপুরের রবীন্দ্রপল্লিতে। দুই গোষ্ঠীর সংঘাতের মধ্যেই আচমকা গুলি চলে সেখানে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় জখম হন মলয় দত্ত ও বিশ্বনাথ সিং নামে দু’জন।

ঘটনাস্থলে পৌঁছেছে বাঁশদ্রোণী (Bansdroni) থানার পুলিশ। মলয়কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে, চিকিৎসকেরা জানিয়েছেন, মলয়ের বুকের  ডান দিকে লেগেছে গুলি। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসা চলছে। পরবর্তী সময়ে মলয় দত্তকে স্থানান্তরিত করা হয় এস এস কে এম হাসপাতালে। বিশ্বনাথকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেসে। বিশ্বনাথেরও গুলি লেগেছে বুকেই। গুলি তাঁর কোথায় লেগেছে তা জানতে স্ক্যান করে দেখছেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে খবর, ব্রহ্মপুর এলাকাটিতে উত্তম মণ্ডল নামে এক দাগী অপরাধীর দীর্ঘদিনের প্রতিপত্তি। উত্তমের গোষ্ঠীর সঙ্গেই সংঘাত বাধে আরেকটি সিন্ডিকেট গোষ্ঠীর যার নেতার নাম বাচ্চা। পুলিশ জানিয়েছে, দু’টি গোষ্ঠীর বিরুদ্ধেই এর আগে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ছিল। এর মধ্যে উত্তমের নামও পুলিশের খাতায় দাগী অপরাধী হিসেবে চিহ্নিত রয়েছে। দীর্ঘদিন ধরেই উত্তমের খোঁজ করছে পুলিশ। ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। তিনি বলেন, “আমাদের এলাকা যথেষ্ট শান্তিপূর্ণ। এরকম ঘটনা অপ্রত্যাশিত। পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধী শাস্তি পাবে।”

Latest article