“বনধের নামে বিশৃঙ্খলা চলছে”। বামেদের ডাকা ধর্মঘটের দিনেই চড়িয়াল ব্রিজের উদ্বোধন করে এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডিএ আন্দোলনের নামে ধর্মঘট ডাকাকে তীব্র কটাক্ষ করে শুক্রবার তৃণমূল সাংসদ বলেন, “অধিকার আদায়ের জন্য আন্দোলন হতেই পারে। ডিএ আন্দোলনকারী ধর্মঘট ডেকেছেন। বাংলার মানুষ এখন আর কর্মনাশা, ধর্মনাশা ধর্মঘট বনধ করেন না।”
বাজেটেই সরকারি কর্মীদের তিন শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কিন্তু বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে নেমেছে বাম সমর্থিত কর্মী সংগঠনের যৌথ মঞ্চ। শুক্রবার, বজবজে চড়িয়াল সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিএ ধর্মঘটের প্রসঙ্গ তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ (MP Abhishek Banerjee)। বলেন, ‘‘যাঁরা ডিএ নিয়ে আন্দোলন করছেন। আমি তাঁদের বলব, দিল্লির বুকে গিয়ে আন্দোলন করুন। যোগ্য বাংলার সন্তান নিজেদের মনে করলে আগে রাজ্যের বকেয়া ফিরিয়ে আনুন। আমরা সমানে লড়াই করছি।’’
আরও পড়ুন: চড়িয়াল সেতু উদ্বোধনে অভিষেক জানালেন, ৬ মাসের মধ্যেই ব্রিজের বাকি কাজ শেষ হবে
তৃণমূল সাংসদ বলেন, রাজ্য আর্থিক সঙ্কটের মধ্যে যাচ্ছে। সেখানে ব্ল্যাকমেলিং পলিটিক্স হচ্ছে! ধর্মঘটের নামে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন অভিষেক। তিনি জানান, রীতিমতো লাঠি হাতে বন সমর্থনকারীরা আক্রমণ চালিয়েছেন। এই ধর্মঘটের সংস্কৃতি বাংলায় চলবে না। এদিন চড়িয়াল ব্রিজের উদ্বোধন করে সেই বার্তাই দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, একদিকে যখন বিরোধীরা কর্মনাশা বন্ধে মেতেছেন, তখন সরকারি উদ্যোগে সেতুর উদ্বোধন হচ্ছে যা থেকে উপকৃত হবেন ৫০ লক্ষ মানুষ।