পুজোর আগেই ৩০০ টাকায় বাংলার শাড়ি

সোমবার ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ বিশিষ্ট জনেরা

Must read

প্রতিবেদন : পুজোর আগেই বাংলার শাড়িপ্রেমী মহিলাদের জন্য সুখবর। মাত্র ৩০০ টাকায় মিলবে উন্নতমানের মানের শাড়ি। ‘উৎকর্ষ বাংলা’ পর্যালোচনা বৈঠকে সস্তায় রাজ্যে তৈরি শাড়ি বিক্রির যে পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পুজোর আগেই খুলে যাবে সেই ‘বাংলার শাড়ি’-এর আউটলেট। সোমবার ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ বিশিষ্ট জনেরা।

আরও পড়ুন-স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে স্কুলে পড়ান মাস্টারমশাই

আপাতত দুটি জায়গায় খুলছে ‘বাংলার শাড়ি’র বিপণি। ‘বাংলার শাড়ি’র প্রথম দুটি আউটলেটের একটি খুলছে ঢাকুরিয়া দক্ষিণাপণে এবং অপরটি খুলছে নিউ দিঘায়। পুজোর আগেই সেখানে মিলবে বাংলার বিভিন্ন জেলায় তৈরি হওয়া রকমারি শাড়ির সম্ভার। তাঁত, ধনেখালি বালুচরি, মসলিন থেকে বাংলার সমস্ত বিখ্যাত শাড়িই এই আউটলেটে মিলবে ন্যূনতম দামে। মাত্র ৩০০ টাকা থেকে শুরু হবে শাড়ির দাম। মিলবে সর্বোচ্চ ১১ হাজার টাকার শাড়ি। শুধু শাড়িই নয়, বাংলার তাঁতিদের তৈরি কাপড় দিয়ে বানানো ডিজাইনার সালোয়ার, কুর্তি, শার্ট-প্যান্টও মিলবে ‘বাংলার শাড়ি’ আউটলেটে। এদিন উদ্বোধনের পর মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে শাড়ির সম্ভার দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article