জয়ের খোঁজে বাংলা

Must read

সোহিনী সাউ: শুক্রবার ইডেনে ছত্তিশগড়ের বিরুদ্ধে নামছে বাংলা (Bengal vs Chhattisgarh)। লক্ষ্য, ঘরের মাঠে চেনা পরিবেশে রঞ্জিতে প্রথম জয় ছিনিয়ে আনা। দুই ম্যাচে বাংলার পয়েন্ট চার। ছত্তিশগড় ১০ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় স্থানে রয়েছে। অসমকে রবি কিরণরা সরাসরি হারিয়েছে। রঞ্জির নক আউটে যেতে বাকি পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিততে হবে বাংলাকে (Bengal vs Chhattisgarh)। এই ম্যাচেও মুকেশ কুমার, আকাশ দীপ এবং অভিমন্যু ঈশ্বরণকে পাওয়া যাবে না। তবে এসব ভেবে বাড়তি চাপ নিতে চায় না বঙ্গ বিগ্রেড। অধিনায়ক মনোজ জানিয়ে দিলেন, দল তৈরি। বোনাস-সহ সাত পয়েন্টের জন্য ঝাঁপাবেন তাঁরা।
মনোজ বলেন, “দলের কয়েকজন ক্রিকেটার নেই বলে জুনিয়রদের ওপর চাপ দেব না। আমাদের হাতে যারা আছে, তাদেরকে সঙ্গে নিয়েই সেরাটা দিতে হবে। উত্তরপ্রদেশকে ৬০ রানে অলআউট করলাম। বোলিংয়ের পাশাপাশি ব্যাটও দারুণ করল কাইফ। কিন্তু আবহাওয়ার জন্য জিতিনি।”

আরও পড়ুন- আজ সুপার কাপ ডার্বি, বেঞ্চে নেই হাবাস

স্টান্স বদলানোর চিন্তা করছেন মনোজ। প্রথম দুই ম্যাচে ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন তিনি। কেরিয়ারের শুরুতে যেভাবে স্টান্স নিয়ে ব্যাট করতেন ঠিক সেভাবেই শেষ রঞ্জি মরশুমে ব্যাট করতে চান। প্রদীপ্ত প্রামাণিক এবং করণ লালের মধ্যে একজন স্পিনারকে বসিয়ে অতিরিক্ত ব্যাটার খেলানোর ইঙ্গিত দিয়ে কোচ লক্ষ্মীরতন শুক্লা বললেন, “রঞ্জত সিং খয়রা এবং শুভম চট্টোপাধ্যায়ের মধ্যে একজনের অভিষেক হবে।” সবুজ উইকেট হলেও তাতে বোলাররা কতটা সুবিধা পাবে ধন্দে রয়েছে দল। তাই তিন পেসারের সঙ্গে এক স্পিনারেই যেতে চায় বাংলা। এদিন প্র্যাকটিসে হাজির ছিলেন ১৬ বছর আগে গাড়ি দুর্ঘটনায় ক্রিকেটজীবন শেষ হয়ে যাওয়া অভীক চৌধুরী।

Latest article