প্রতিবেদন : কোচবিহার থেকে কাকদ্বীপ, দিকে দিকে বাংলা জুড়ে বিজয়া সম্মিলনীতে ঝড় তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ একদিকে যেমন বিজয়া সভাগুলি মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগের কাজ করেছে, আবার একইসঙ্গে রাজ্য সরকারের সমস্ত পরিষেবামূলক কাজ, সরকারি প্রকল্প–সহ একগুচ্ছ দিককে আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা–কর্মীরা৷
আরও পড়ুন-বাংলার উন্নয়নে চলছে কেন্দ্রের বঞ্চনা, পাশে দাঁড়াল বিশ্বব্যাঙ্ক
সেই সঙ্গে এই বিজয়া সম্মিলনী মধ্যে দিয়ে দল আরও একবার যাচাই করে নিয়েছে নিজেদের সাংগঠনিক শক্তিকে৷ লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বাংলা জুড়ে যে কয়েক হাজার বিজয়া সম্মিলনী হয়ে গেল তাতে একটা চিত্র পরিষ্কার, লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় অবশ্যম্ভাবী৷
আরও পড়ুন-গাজায় ১০ মিনিটে এক শিশুর মৃত্যু, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজেদের সংসদীয় ক্ষেত্রে বিজয়া সম্মিলনী আয়োজন করেছিলেন৷ শীর্ষ নেতৃত্বের নির্দেশে বাংলার প্রতিটি জেলায়, ব্লকে, অঞ্চলে বিভিন্নভাবে পালন করা হয়েছে বিজয়া সম্মিলনী৷ আট থেকে আশি বছরের সমস্ত ধরনের মানুষকে শামিল করা হয়েছে এই কর্মসূচির মধ্যে৷ বিশিষ্ট নাগরিকদের সম্মাননা প্রদান করা হয়েছে৷ দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দল৷ জাতি–ধর্ম–বর্ণ ভেদাভেদ ভুলে সকলেই শামিল হয়েছেন এই উৎসবের পরিবেশে৷ আপন করে নিয়েছেন একে অপরকে৷
আরও পড়ুন-আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প! জরুরি অবস্থা জারি
এই গোটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বুঝে নিয়েছে বাংলা এখনও তাদের ঘরের মেয়েকে চায়৷ বিরোধীরা যত কুৎসা, অপপ্রচার করুক না কেন, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বুক চিতিয়ে লড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে বাংলা৷ সর্বোপরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে বাংলা৷