টেলি অভিনেত্রীর রহস্যমৃত্যু

Must read

প্রতিবেদন: রবিবার দক্ষিণ কলকাতার গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হল টেলি অভিনেত্রী পল্লবী দে’র (Pallavi Dey) ঝুলন্ত দেহ। বয়স পঁচিশের কাছাকাছি। গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকার একটি বহুতলে ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন আদতে হাওড়ার রামরাজাতলার বাসিন্দা পল্লবী। পল্লবীর সঙ্গেই থাকতেন তাঁর লিভ ইন পার্টনার এক যুবক। মাসখানেক আগে গড়ফায় ফ্ল্যাট ভাড়া নেন পল্লবী ও তাঁর লিভ ইন পার্টনার। পল্লবীর মৃত্যুর নেপথ্য কারণ আত্মহত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান, গলায় ফাঁসেই মৃত্যু হয়েছে পল্লবীর। দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। রবিবার সকালে পল্লবীর সঙ্গী ফ্ল্যাটের কেয়ারটেকারকে প্রথম তাঁর মৃত্যুর খবর জানান। পল্লবীর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ। মৃতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, আগের দিন রাত পর্যন্ত পল্লবীর সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁর মধ্যে অস্বাভাবিক কোনও আচরণ পাওয়া যায়নি। ক’দিন পরেই পল্লবীর হাওড়ার বাড়িতে আসার কথা ছিল। তাঁদের দাবি, পল্লবীকে খুন করা হয়েছে। আর খুনের পিছনে তাঁর লিভ ইন পার্টনারই জড়িত আছেন। তাঁরা গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সবমিলিয়ে ঠিক কী কারণে পল্লবীর (Pallavi Dey) মৃত্যু, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় পুলিশ। রেশমঝাঁপি-ধারাবাহিকে তাঁকে প্রথম বড় চরিত্রে দেখা গিয়েছিল। নজর কাড়েন ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে। এ-ছাড়া আরও কয়েকটি ধারাবাহিকে তাঁর অভিনয় ভাল লেগেছিল দর্শকদের। সেই পল্লবীর অকালমৃত্যু মানতে পারছেন না কেউই। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলি পাড়ায়।

আরও পড়ুন: কর্মতীর্থকে নতুন করে সচল করার উদ্যোগ

Latest article