প্রতিবেদন : ভারতের সেরা গেমিং অ্যাপের সম্মান জিতে নিল বাংলার ‘স্টার্টআপ ইউনিকর্ন মাস্টারবুক-ইলেভেন’। গত ২৭ নভেম্বর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন কোম্পানির ডিরেক্টর সুপ্রিয় বিশ্বাস। যিনি আদতে নদিয়ার বাসিন্দা। গোটা দেশের গেমিং অ্যাপ ডেভেলপারদের টেক্কা দিয়ে এই ট্রফি ছিনিয়ে নিয়েছেন বাংলার সুপ্রিয়। ব্যতিক্রমী গুণমান, উদ্ভাবনী প্রযুক্তি, সৃজনশীল নকশা এবং ইতিবাচক সাংস্কৃতিক প্রভাব প্রদান—এই সবক’টির ভিত্তিতেই সেরা গেমিং অ্যাপ হিসেবে মাস্টারবুক-ইলেভেনকে বেছে নেওয়া হয়।
আরও পড়ুন: রসবতী
এই সম্মান আদতে বাংলার মুখ উজ্জ্বল করেছে বলে মনে করছেন সুপ্রিয়। সম্প্রতি তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন। সুপ্রিয়র বক্তব্য, ‘‘সারা দেশের অনেক ছোট-বড় শহরে এবং গ্রামাঞ্চলে কিছু অসাধু ব্যবসায়ী এই ব্যবসা অনুকরণ করে বাজার নষ্ট করছে। আমাদের তৈরি এই অ্যাপ অত্যন্ত স্বচ্ছ এবং সহজেই ব্যবহার করা সম্ভব। খুব অল্পদিনের মধ্যেই এই অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছে। তাছাড়া এই পুরস্কার আমাকে আরও উৎসাহিত করবে।’’