‘লাস্ট বয়’ গোয়াও হারাল ইস্টবেঙ্গলকে

Must read

প্রতিবেদন : লিগের ‘লাস্ট বয়’ এফসি গোয়াকে হারিয়ে এবারের আইএসএলে প্রথম জয়ের স্বাদ পাবে প্রিয় দল। এমনই আশা করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কিন্তু আরও একবার হারের স্বাদ পেতে হল তাঁদের। এবার হার ৩-৪ গোলে। ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকেন দিয়াজের ফুটবলাররা। সেই সুযোগে প্রথম থেকেই লাল-হলুদকে চেপে ধরেছিল গোয়া। মাঝমাঠের দখল নিজেদের হাতে তুলে নিয়ে একের পর এক আক্রমণ শানাচ্ছিলেন এডু বেদিয়া, জর্জি ওর্তিজরা। ১৪ মিনিটেই গোল হজম করে বসে লাল-হলুদ। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন গোয়ার স্প্যানিশ মিডফিল্ডার নগুয়েরা। কিন্তু ২৬ মিনিটে পেরোসেভিচের বিশ্বমানের গোল ম্যাচে সমতা ফেরায় লাল-হলুদ। আমিরের ফ্রি-কিক গোয়ার দেওয়ালে লেগে ফিরে এলে, চলতি বলে প্রায় কুড়ি গজ দূর থেকে বাঁ পায়ের গোলার মতো শটে গোল করেন লাল-হলুদের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড।

আরও পড়ুন : বাঙালির হাতে তৈরি অ্যাপই সেরা

তবে গোল শোধের পরেও ইস্টবেঙ্গলের খেলার কোনও উন্নতি হয়নি। বরং ৩২ মিনিটে গোয়াকে পেনাল্টি উপহার দিয়ে বসেন সৌরভ দাস। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ওর্তিজ। পাঁচ মিনিটের মধ্যেই ফের গোল শোধ করে দেন আমির। তাঁর নেওয়া বাঁক খাওয়ানো ফ্রি-কিক গোয়ার গোলরক্ষক ধীরজাকে পরাস্ত করে সরাসরি জালে জড়িয়ে যায়। কিন্তু প্রথমার্ধের শেষদিকে পেরোসেভিচের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল গোয়া। মরিয়া দিয়াজ দ্বিতীয়ার্ধের শুরুতেই চিমা ও আদিলকে নামিয়ে দিয়েছিলেন অমরজিৎ ও মার্সেলাকে তুলে নিয়ে। ৫৯ মিনিটেই গোল শোধ করে দেয় ইস্টবেঙ্গল। এডু বেদিয়ার ভুল পাস ধরে গোয়ান বক্সে ঢুকে পড়ে ডান পায়ের চমৎকার প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দেন পেরোসেভিচ। প্রায়শ্চিত্ত করেন আত্মঘাতী গোল করার। কিন্তু ৭৯ মিনিটে ফের গোল হজম করে বসে ইস্টবেঙ্গল। কাউন্টার অ্যাটাক থেকে গোল করে যান নগুয়েরা। আর তাতেই শেষ অন্তত এক পয়েন্টের আশা।

Latest article