মুম্বইয়ে জৈব বলয়ে কাটিয়ে বিরাটরা দক্ষিণ আফ্রিকা যাবে বৃহস্পতিবার

Must read

মুম্বই, ৭ ডিসেম্বর : নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে সোমবার রাতে ভারতীয় ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফরা যে যাঁর বাড়ি ফিরেছিলেন। কিন্তু কোভিড আবহে বায়ো বাবলের বাইরে বেশিদিন কাটানোর সুযোগ পাচ্ছেন না কেউই। রবিবারই সবাইকে আবার সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে যেতে হবে বলে বোর্ড সূত্রের খবর। ১৬ ডিসেম্বর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে। আগের সূচি মানলে ভারতীয় ক্রিকেটারদের ইতিমধ্যেই সেদেশে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু ওমিক্রনের দাপটে বিরাট কোহলিদের সফর দিন দশেক পিছিয়েছে। টি-২০ সিরিজও বাতিল হয়েছে। এখন তিনটি টেস্ট ও সমসংখ্যক একদিনের ম্যাচ খেলে দেশে ফিরবেন ভারতীয় ক্রিকেটাররা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর।

আরও পড়ুন: ‘লাস্ট বয়’ গোয়াও হারাল ইস্টবেঙ্গলকে

আগের পরিকল্পনা অনুযায়ী ভারতীয় ক্রিকেটাররা মুম্বইয়ে শেষ টেস্ট খেলে চার্টার্ড ফ্লাইটে সরাসরি জোহানেসবার্গ উড়ে যেতেন। যেহেতু সবাই বায়ো বাবলের মধ্যে ছিলেন, তাই সেদেশে পৌঁছে কাউকে আর কোয়ারেন্টিনের মধ্যে পড়তে হত না। শুধু রোহিত, বুমরাদের মতো যাঁরা এই সিরিজে ছিলেন না, তাঁদের চারদিনের কোয়ারেন্টিন করতে হত মুম্বইয়ে। এদিকে, সোমবার খেলা শেষ করে ভারতীয় ক্রিকেটাররা সবাই বাড়ি ফিরে গিয়েছেন। ফলে এবার সবাইকে একযোগে চারদিন বায়ো বাবলে থাকতে হবে।
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা যাবেন। আফ্রিকায় ওমিক্রনের দাপটের মধ্যেই টেস্ট সিরিজ শুরু হবে বক্সিং ডে-তে। আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে এই সিরিজের দিকে তাকিয়ে আছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তাই যে কোনও মূল্যে এই সিরিজ করতে চায় তারা।

Latest article