ফিরল বাঙালির ঐতিহ্যের রকের আড্ডা

সেই উদ্দেশ্যেই বৃহস্পতিবার কামিনী স্কুল লেনের একটি ভাঙাচোরা পুরোনো দিনের রককে নতুন রূপে গড়ে তুললেন বিধায়ক গৌতম চৌধুরি।

Must read

সংবাদদাতা, হাওড়া : বিধায়ক গৌতম চৌধুরির উদ্যোগে উত্তর হাওড়ায় ফিরল বাঙালির ঐতিহ্যের রকের আড্ডা। উত্তর কলকাতার মতো উত্তর হাওড়াতেও ছিল রকের আড্ডা। বহু বিশিষ্ট মানুষ একসময় উত্তর হাওড়ার সালকিয়া-সহ একাধিক অঞ্চলে রকের আড্ডায় মেতে উঠতেন। যদিও বাঙালির ঐতিহ্যের সেই রকের আড্ডা অনেকটাই ম্রিয়মাণ হয়ে পড়েছিল। আবার সেই রকের আড্ডাকে উত্তর হাওড়ায় ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরি।

আরও পড়ুন-মাঝরাত পর্যন্ত মেট্রো

সেই উদ্দেশ্যেই বৃহস্পতিবার কামিনী স্কুল লেনের একটি ভাঙাচোরা পুরোনো দিনের রককে নতুন রূপে গড়ে তুললেন বিধায়ক গৌতম চৌধুরি। মূলত বিধায়কের উদ্যোগেই মাথায় ছাউনি দিয়ে সিমেন্টের বসার বেদি করে রকটির অবয়ব আমূল বদল করে তা এলাকার মানুষের জন্য চালু করে দেওয়া হল। এদিন সেই রকে বসে এলাকাবাসীদের সঙ্গে নির্ভেজাল আড্ডায় মেতে ওঠেন বিধায়ক নিজেও। প্রথম দিনেই এই রকে বসে আড্ডায় শামিল হন এলাকার বহু মানুষ। গৌতম চৌধুরি বলেন, ‘উত্তর হাওড়ার পুরোনো ঐতিহ্য রকের আড্ডা ফিরিয়ে আনতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আগামীদিনে উত্তর হাওড়ার আরও অনেক জায়গায় এইরকম রক তৈরি করা হবে। যেখানে বসে এলাকার মানুষ খেলাধুলো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রাজনীতি— সব বিষয়েই দেদার গল্প, আড্ডায় মেতে উঠবেন।’ এলাকায় ফের রক কালচার ফিরিয়ে আনার জন্য বিধায়কের এই উদ্যোগে বেজায় খুশি স্থানীয় বাসিন্দারাও।

Latest article