বঙ্গ

‘বাঙালির রক্ত কি শুকিয়ে গিয়েছে?’ কড়া বার্তা সুখেন্দুশেখরের

প্রতিবেদন : কবি নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহকপাট’ গানটি ১০০ বছর পেরিয়ে আজও বাঙালির রক্তে ঝড় তোলে। গানটিকে নতুন আঙ্গিকে তুলে ধরতে চেয়েছিলেন এ আর রহমান। আর সেখানেই বিপত্তি। জনপ্রিয় এই গানটিকে এমনভাবে বদলে ফেলার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করেছেন রহমানকে।

আরও পড়ুন-রোহিতদের পরামর্শ বিন্দ্রার

সমাজের বিভিন্ন মহলের মানুষ এই সৃষ্টিকে মানতে নারাজ। অনেকে লিখেছেন, গানটিকে এভাবে বদলে ফেলার কোনও প্রয়োজন ছিল না। অনেকে তো আবার সরাসরি বলেছেন, সংস্কৃতিকে ধ্বংস করছেন এ আর রহমান। ইতিহাস না জেনেই তিনি গানটিকে বিকৃত করেছেন। নজরুলগীতির বিকৃতির জন্য বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে একসুরে কড়া ভাষায় নিন্দা করেছেন দুই বাংলার শিল্পী ও বিদ্বজ্জনেরা। রাস্তায় নেমে চলছে প্রতিবাদও।

আরও পড়ুন-লাহিড়ীবাড়ির ৪৫০ বছরের পুজোভোগে আকর্ষণ ইলিশ ও চিংড়ি

নজরুলগীতির বিকৃতি নিয়ে প্রতিবাদী সভাও করেছে হেরিটেজ বেঙ্গল। তার সমর্থনেই এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। ‘লৌহকপাট’ বিতর্কে সুখেন্দুশেখর রায়ের কড়া মন্তব্য, “ফ্যাসিস্ট শক্তির যখন উত্থান হয়, তখন দেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরার উপর সবথেকে বেশি আঘাত নেমে আসে। যেমন যুদ্ধের সময় নিরীহ সাধারণ মানুষ, বিশেষত মহিলারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন। একে বলা হয় সফট টার্গেট। এ আর রহমানের সুর বিকৃতি দেশাত্মবোধক সঙ্গীতের উপর তেমনই পরিকল্পিত আক্রমণের অঙ্গ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো স্বাধীনতা সংগ্রামীও তাই রেহাই পেলেন না হায়! বাঙালির রক্ত কি শুকিয়ে গিয়েছে?”

আরও পড়ুন-বাংলার শিক্ষায় আরও কাজ, বিশ্ববিদ্যালয়গুলি এক মঞ্চে এলো

নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’-এর সুর বিকৃতি করে হিন্দি সিনেমা ‘পিপ্পা’র জন্য যে গান তৈরি করেছেন এ আর রহমান, তার প্রতিবাদে সোমবার দুপুরে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চের সামনে হেরিটেজ বেঙ্গল এক প্রতিবাদ সভার আয়োজন করে। মঞ্চে বিদ্রোহী কবির মূর্তিতে মাল্যদান করে সভার সূচনা হয়। উপস্থিত ছিলেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস, হেরিটেজ বাংলার তরফে হিরণ মজুমদার, সভাপতি পার্থচন্দ্র প্রমুখ। প্রতিবাদ সভায় উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে ওই সভায় উপস্থিত থাকতে পারেননি সুখেন্দুশেখর রায়। তাঁর প্রতিবাদবার্তা পড়ে শোনান হয়।
এই গানকে অবিলম্বে ব্যান করতে হবে এবং ছবি থেকে বাদ দিতে হবে। এই প্রতিবাদ মঞ্চ থেকে এই আওয়াজ ওঠে। বাংলার ঐতিহ্য ও বাংলার আবেগকে আঘাত করার অভিযোগও করেন বক্তারা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago