রোহিতদের পরামর্শ বিন্দ্রার

টানা ৯ ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়ে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত। সব দলকে দাপটে হারিয়েছে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে রোহিত শর্মার দল

Must read

নয়াদিল্লি, ১৩ নভেম্বর : টানা ৯ ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়ে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত। সব দলকে দাপটে হারিয়েছে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। তবু নক আউট পর্বের আগে প্রচণ্ড সতর্ক মেন ইন ব্লু। কারণ, নক আউটে হার মানেই বিশ্বকাপ থেকে বিদায়। রাউন্ড রবিন লিগে টানা ৯টা ম্যাচে জয় তখন অর্থহীন হয়ে যাবে। এই অবস্থায় দুরন্ত গতিতে ছুটতে থাকা টিম ইন্ডিয়াকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন শুটার অভিনব বিন্দ্রা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে রোহিত, বিরাট কোহলিদের দিলেন চাপ সামলানোর মন্ত্র।

আরও পড়ুন-‘ফ্যাব ফাইভ’, শামিদের বোলিংয়ে মোহিত নাসের

নিজের এক্স হ্যান্ডলে বিন্দ্রা লিখেছেন, ‘‘আমাদের ছেলেরা সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছে। চাপ সামলানোর দু’টি উপায়ের কথা বলতে পারি। যদিও অসাধারণ পারফরম্যান্স করা দলকে চাপ সামলানো নিয়ে পরামর্শ দেওয়ার দরকার পড়ে না। মনে রাখতে হবে, এখনকার পরিস্থিতি একেবারে নিখুঁত। এটাকেই ধরে রাখতে হবে। পরিস্থিতি যদি একটু কঠিনও হয়, তা হলেও ভয় পাওয়া চলবে না।’’

আরও পড়ুন-বিধ্বংসী আগুন কলকাতা মেডিক্যাল কলেজে, আতঙ্কে রোগীরা

অভিনব মনে করেন, চাপ সবসময় একজনকে ছায়ার মতো অনুসরণ করে। সব সময় সঙ্গে থাকে। এই প্রসঙ্গে অলিম্পিক সোনাজয়ী শ্যুটারের বক্তব্য, ‘‘ইতিহাস তৈরির পথ সবসময় কঠিন হয়। চাপ অনেকটা বিকেলের ছায়ার মতো। দেখলে মনে হয় খুব বড়। তবে সেটা কখনও ক্রিকেট বলের থেকে ভারী নয়। চাপ থেকে পালানোর চেষ্টা করা উচিত নয়। চাপকে কাছে টেনে নিতে হয়। আলিঙ্গন করতে হয়। হাত মেলাতে হয়। দেখবে এটাই মাঠে তোমাদের আনন্দ দেবে। এগিয়ে যাও। চাপকে মাঠের বাইরে ছুড়ে ফেলে দাও। তবে মনে রাখতে হবে, পরিস্থিতি কঠিন হলে বড় করে শ্বাস নাও এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাও।’’

Latest article