দিল্লির বঙ্গভবনে এবার মিলবে বাংলার শাড়ি

এবার দিল্লিতে চালু হল বাংলার শাড়ি বিপণি৷ বুধবার কলকাতা থেকে ভার্চুয়ালি এই বিপণির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : এবার দিল্লিতে চালু হল বাংলার শাড়ি বিপণি৷ বুধবার কলকাতা থেকে ভার্চুয়ালি এই বিপণির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানবাজারে বুধবার সন্ধ্যায় কালীপুজোর উদ্বোধনের পরই সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে দিল্লির বঙ্গভবনে শুরু হওয়া এই বিপণির উদ্বোধন করেন তিনি৷

আরও পড়ুন-গোপনীয়তা মৌলিক অধিকার, মনে করাল শীর্ষ আদালত

এবার থেকে সেখানেই এই বিপণিতে বাংলার সমস্ত ধরনের শাড়ি মিলবে৷ দিল্লিতে বসেই বাংলার শাড়ির সম্ভার ঘুরে দেখতে ও কিনতে পারবেন প্রবাসী বাঙালিরা৷ যাঁরা বিভিন্ন কাজে ও ঘুরতে বঙ্গভবনে ওঠেন তাঁরাও একবার ঢুঁ মারতে পারবেন এই বিপণিতে৷ উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, আজ দিল্লিতে বাংলার শাড়ির উদ্বোধন করলাম। ধীরে ধীরে তা সারা ভারতবর্ষে হবে৷ বাংলার শাড়ি পৃথিবী জয় করবে।

Latest article