চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

একশো দিনের কাজ, আবাস যোজনার পর এবার স্বাস্থ্য মিশনের বরাদ্দ বন্ধ করার ছকে হাঁটছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

Must read

প্রতিবেদন : জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে ফাঁসানো হয়েছে। রেশন দুর্নীতি-কাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী (বর্তমান বনমন্ত্রী) জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি।

আরও পড়ুন-যোগীরাজ্য: ম্যানেজমেন্টের পাঠে এবার থাকছেন শ্রীকৃষ্ণ

একশো দিনের কাজ, আবাস যোজনার পর এবার স্বাস্থ্য মিশনের বরাদ্দ বন্ধ করার ছকে হাঁটছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ করেন তিনি। অর্থাৎ রাজ্যের ৬০ হাজার আশাকর্মীর মাইনে প্রায় ৩ হাজার কোটি টাকা আটকানোর ছক৷ সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কালার ব্র্যান্ডিং না মানলে ন্যাশনাল হেলথ মিশনের টাকা বন্ধ করে দেওয়া হবে। সেই ঘটনার প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশ করে বলেন, সবকিছুই গেরুয়া করার দিকে এগোচ্ছে কেন্দ্রের গেরুয়া সরকার। মাঠ থেকে স্টেডিয়াম, প্রকল্প থেকে জায়গার নাম।

আরও পড়ুন-অবসাদ কাটিয়ে রূপকথার নায়ক

নবান্ন সূত্রে খবর, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সকলের সামনে মুখ্যমন্ত্রী বিজেপির ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট করে দেন। দল এবং সরকার যে জ্যোতিপ্রিয়র পাশে আছে সেকথা স্পষ্ট করে দেন নেত্রী। একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগনার কাজের তত্ত্বাবধান করার জন্য তিনি ওই জেলার মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভায় ওই জেলার প্রতিনিধিত্ব করেন।

Latest article