প্রতিবেদন : চলতি বছরে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী। ব্রিটেনের বেঞ্জামিন লিস্ট এবং জার্মানির ডেভিড ম্যাকমিলানকে ২০২১ সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হল। নোবেল কমিটি জানিয়েছে, অণু তৈরির নতুন কৌশল আবিষ্কারে এই দুই বিজ্ঞানীর অসামান্য কৃতিত্বের জন্যই তাঁদের নোবেল সম্মান দেওয়া হচ্ছে। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির মহাসচিব গোরান হ্যানসন রসায়নে নোবেল জয়ী দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করেন। ‘অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালিসিস’ নামে অণু তৈরির এক নতুন কৌশল উদ্ভাবনের কারণেই এই দুই বিজ্ঞানীকে নোবেল সম্মান দেওয়া হল। নোবেল কমিটি জানিয়েছে, অণু গঠনের এক নতুন ও অভিনব কৌশল আবিষ্কার করেছেন বেঞ্জামিন এবং ডেভিড। তাঁদের এই আবিষ্কার ফার্মাসিউটিক্যাল গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই নতুন আবিষ্কার ইতিমধ্যেই মানব সভ্যতার উন্নতিতে প্রভূত সাহায্য করেছে।
আরও পড়ুন-উত্তরপ্রদেশ কি পাকিস্তান? বিজেপিকে তোপ শিবসেনার
রসায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল অনুঘটক। এতদিন বিজ্ঞানীদের কাছে দুই ধরনের অনুঘটক পরিচিত ছিল। একটি ধাতব এবং একটি এনজাইম। কিন্তু এই দুই বিজ্ঞানী তৃতীয় এক ধরনের অনুঘটক আবিষ্কার করেছেন। নাম অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালিসিস। এই নতুন অণু ছোট ছোট অর্গানিক মলিকিউল-এর মাধ্যমে তৈরি করা হয়েছে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস মনে করিয়ে দিয়েছে স্বয়ং অ্যালফ্রেড নোবেলের গবেষণামূলক কাজেই রসায়নের অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা ছিল। শিল্পের অগ্রগতির ক্ষেত্রে অ্যালফ্রেড নোবেলের আবিষ্কারের ভূমিকা যুগান্তকারী। তাঁর উইলেও নোবেল পুরস্কারের অন্যতম ক্ষেত্র হিসেবে রসায়নকে উল্লেখ করা হয়।