মেলবোর্ন, ১৯ এপ্রিল : বিগ ব্যাশ লিগ থেকে টেনিসে এসেছিলেন। আর প্রথম অস্ট্রেলীয় হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন জেতার ছ’সপ্তাহের মধ্যে টেনিস থেকে বিদায় নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন অ্যাসলে বার্টি। ৪৪ বছরে এটাই কোনও অস্ট্রেলীয় মহিলার অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলস জয়।
আরও পড়ুন-হারের হ্যাটট্রিকেও বিচলিত নন, শাহরুখ-বার্তা, হারলে এভাবেই হারো
অবসরের পর বার্টি বলেছিলেন, তিনি কিছু একটা করবেন। তবে কী করবেন তা জানতে অপেক্ষা করতে হবে। এবার মনে হচ্ছে নতুন স্পোর্টসের দিকে পাকাপাকিভাবে পা বাড়িয়েছেন অস্ট্রেলীয় তরুণী। সেটা কী, তার একটা ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। কোভিড একটু কমে আসার পর বার্টি অনেকটা সময় গলফে দিয়েছিলেন। তাতে উন্নতিও করেন খুব দ্রুত। জেতেন ব্রুকওয়াটার গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব ওমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপ।
আরও পড়ুন-কাদিজের বিরুদ্ধে অবাক হার বার্সার
এবার বার্টি এমন একটি বড় গলফ টুর্নামেন্টে নামছেন, যা অস্ট্রেলিয়া জুড়ে টিভিতে দেখানো হবে। জুনের এই আইকন সিরিজ টুর্নামেন্ট হবে নিউ জার্সিতে। এই টুর্নামেন্টে বিশ্বের অন্য স্পোর্টসের বহু নামী তারকা অংশ নেবেন। যেমন বক্সিং সুপারস্টার সাউল কানেলো আলভারেজ ও ফুটবল তারকা হ্যারি কেন। থাকবেন আর্নি হিলসের মতো গলফের তারকাও। বার্টি বলেছেন, তিনি এই আইকন কনসেপ্টকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসতে চান।
আরও পড়ুন-কেরলের কাছে হেরে চাপে বাংলা
এই প্রসঙ্গে বার্টি আরও বলেন, ‘‘আইকন সিরিজে অংশ নেব বলে আমি রীতিমতো উত্তেজিত। আমাকে দেখে গোটা বিশ্বের মহিলারা আরও বেশি করে গলফে আসবেন, এটা আশা করি। এই টুর্নামেন্টে যেমন মজা হবে, তেমনই বিশ্বের সেরা তারকাদের সঙ্গে খেলার সুযোগ পাব। আইকনিক ক্যাপ্টেন আর্নি হিলসের কাছে গলফের অনেক কিছু শিখতে পারব বলে আমার ধারণা। নিইইয়র্ক ও নিউ জার্সিতে বসবাসকারী অস্ট্রেলীয়রা দল বেঁধে খেলা দেখতে আসবেন। এটা ভেবে আমি খুব উৎসাহ পাচ্ছি।”
টেনিসে ১৫টি সিঙ্গলস ও ১২টি ডবলস খেতাব জিতেছেন বার্টি। এছাড়া ২০১৪-তে মেয়েদের বিগ ব্যাশে বার্টি ব্রিসবেন হিটস-এর হয়ে খেলেছিলেন।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…