অংশুমান চক্রবর্তী: রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘কালকক্ষ’। ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে এসেছে। হয়েছে প্রশংসিত। সেই ছবি জিতে নিল সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার। সেরা গায়িকার পুরস্কার পেলেন বঙ্গতনয়া শ্রেয়া ঘোষাল। সিনেমাটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছেন অভীক মুখোপাধ্যায়। সুজিত সরকার পরিচালিত ‘সরদার উধম’ জিতেছে সেরা হিন্দি ছবির পুরস্কার। চাঁদের মাটি ছুঁয়েছে ইসরো-র চন্দ্রযান।
আরও পড়ুন-লক্ষাধিক আরটিআই আর্জি গায়েব কেন্দ্রের
ইসরো নিয়ে তৈরি ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ জিতেছে সেরা ছবির পুরস্কার। ছবিতে ইসরো-র প্রাক্তন বিজ্ঞানী ও এরোস্পেস ইঞ্জিনিয়ার নাম্বি নারায়ণনের সাফল্যের পাশাপাশি তাঁর উপর চরবৃত্তির অভিযোগ ওঠার কাহিনি দেখানো হয়েছে। পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন আর মাধবন। সেরা জনপ্রিয় ছবি বিভাগে পুরস্কার জিতেছে এস এস রাজামৌলির ‘আরআরআর’। ছবির ‘নাট্টু নাট্টু’ গানটি আগেই পুরস্কৃত হয়েছে অস্কার-মঞ্চে। ‘পুষ্পা দ্য রাইজ’-এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আল্লু অর্জুন। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দুই বলিউড নায়িকা, আলিয়া ভাট এবং কৃতি শ্যানন। যথাক্রমে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং ‘মিমি’র জন্য। মারাঠি ছবি ‘গোদাবরী’র জন্য নিখিল মহাজন হয়েছেন সেরা পরিচালক। ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। ২৮টি ভাষার জন্য ২৮০টি চলচ্চিত্র জমা পড়েছিল। তার মধ্যে থেকে সেরা নির্বাচন করেছেন জুরি বোর্ডের সদস্যরা।