ছেলের সাফল্যে মায়ের চোখে জল

টিম ইন্ডিয়ার আরেক সফল বিজ্ঞানীর নাম বিজয়কুমার দাই।

Must read

সংবাদদাতা, বীরভূম : গোটা দেশের সঙ্গে দূরদর্শনের পর্দার সামনে অপেক্ষার প্রহর গুনছিলেন বাংলার এক প্রত্যন্ত গ্রামে বিজ্ঞানী দলের এক বিজ্ঞানীর বাবা ও মা। বিক্রম চাঁদের মাটিতে নামার সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে জাতীয় পতাকা হাতে আনন্দে উচ্ছ্বাসে দেশের জয়ধ্বনি দেন তাঁরা। টিম ইন্ডিয়ার আরেক সফল বিজ্ঞানীর নাম বিজয়কুমার দাই।

আরও পড়ুন-জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবি কালকক্ষ

বাড়ি বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণ গ্রামে। মা শ্যামলী ও বাবা নারায়ণ জানান, দু’দিন আগে ছেলে ফোন করেছিল। পরশু স্বল্পক্ষণের জন্য ফোন করে বলেন, কালকে টিভিটা দেখো। এই জয় ইসরোর সমস্ত বিজ্ঞানীর। আমার ছেলে সেই টিমের একজন হয়ে দেশকে গর্বিত করেছে, বাংলাকে গর্বিত করেছে। আমরা সবাই ওর জন্য গর্বিত। ওরা সবাই দিনরাত পরিশ্রম করেছে। ছেলে পরিবারের দিকে তাকাবার সময় পায়নি। তাই এই মিশন সফল হওয়ায় চোখে জল এসে যায়। দক্ষিণ গ্রাম জগত্তারিণী বিদ্যানিকেতন, বেলুড় রামকৃষ্ণ মিশন, তারপর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স নিয়ে পাশ করার পর যাদবপুর থেকে এমটেক করেন। তারপর শুরু হয় স্বপ্নের উড়ান।

Latest article