প্রয়াত ‘ম্যায়নে প্যয়র কিয়া’ গীতিকার দেব কোহলি

দেব কোহলির জন্ম অধুনা পাকিস্তানের রয়ালপিণ্ডিতে।

Must read

চলে গেলেন বলিউডের বিশিষ্ট গীতিকার (Lyricist) দেব কোহলি (Dev Kohli)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কয়েকদিন ধরেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। আজ, শনিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে একটু বেলার দিকে তাঁর মরদেহ মুম্বইয়ের লোখান্ডওয়ালায় দেবের নিজস্ব বাসভবনে নিয়ে আসা হবে। সেখানেই শায়িত রাখা হবে অনুরাগীদের শ্রদ্ধা জানানোর জন্য । সূত্রের খবর, সন্ধ্যা ৬টায় যোগেশ্বরী পশ্চিমের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হতে চলেছে ।

আরও পড়ুন-ছেলের সাফল্যে মায়ের চোখে জল

দেব কোহলির জন্ম অধুনা পাকিস্তানের রয়ালপিণ্ডিতে। মাত্র ২২ বছরে কাজ খুঁজতে মুম্বাই চলে আসেন তিনি। দেব কোহলি ১০০টিরও বেশি হিট সিনেমার জন্য গান রচনা করেন। তার হিটলিস্টে ছিল ম্যায়নে প্যয়র কিয়া, বাজিগর, জুড়ুয়া ২, মুসাফির, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা, ট্যাক্সি নম্বর ৯১১। অনু মালিক, আনন্দ রাজ আনন্দ, রাম লক্ষ্মণ, সকলের সঙ্গেই তিনি কাজ করেন এবং এর ফলে বলিউড পেয়েছে অনেক হিট গান।

আরও পড়ুন-জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবি কালকক্ষ

দেব কোহলিকে শেষ শ্রদ্ধা জানাতে যেতে পারেন আনন্দ রাজ আনন্দ, অনু মালিক, উত্তম সিং। দিন দুই আগেই প্রয়াত হন বিশিষ্ট অভিনেত্রী সীমা দেও। এর মধ্যে ফের নক্ষত্রপতনে এই মুহূর্তে শোকস্তবদ্ধ বলিউড।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে প্রথম গান লেখার সুযোগ আসে তাঁর ঝুলিতে। সেই ছবির নাম ছিল গুণ্ডা। তারপর আর পেছন ঘুরে তাকাতে হয়নি। একের পর এক কাজ সফলভাবে করে গিয়েছেন। তাঁর এই সুরেলা সফর শেষ হল ২৬ অগস্ট ২০২৩ সালে।

Latest article