সংবাদদাতা, সাগর : রবিবার রাতের কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মুড়িগঙ্গা-১ গ্রাম পঞ্চায়েতের কোম্পানিরছাড় এলাকা। ঝড়ের দাপটে বেশ কয়েকটি বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। ঝড়ে ভেঙে গিয়েছে পানের বরজ। বরজগুলি মাটিতে মিশে গিয়েছে। ভেঙেছে বেশ কয়েকটি গাছও। সোমবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ভেঙে পড়া বাড়ি ও পানের বরজ মেরামতিতে হাত লাগায়। চারটি বাড়ির টালি ও অ্যাসবেস্টসের ছাউনি উড়ে গিয়েছে।
আরও পড়ুন-বিজেপি ফের ভাঙল
ভেঙে পড়েছে পাঁচটি পানের বরজ। পানের বরজে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। হতাহতের খবর নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি পঞ্চায়েতের কাছে সাহায্যের আবেদন করেছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করার কাজ শুরু হয়েছে। বিডিও সুদীপ্ত মণ্ডল জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের জেরে কয়েকটি বাড়ি ও বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারগুলিকে আপাতত যা প্রয়োজন আছে তা সাহায্য করা হবে।