হাতিকে ফ্রোজেন ফুড

স্তন্যপায়ী প্রাণীদের জন্য কৃত্রিম পুকুর, স্বয়ংক্রিয় ঝরনা, কাঠের প্ল্যাটফর্ম, জঙ্গলের ছায়ায় হেঁটে বেড়াবার জন্য বিশেষ পথের ব্যবস্থা করা হয়েছে

Must read

প্রতিবেদন : হাতি মজেছে ফ্রোজেন ফুডে, ভালুক ব্যস্ত বরফ জড়িয়ে স্নানে। আলিপুর চিড়িয়াখানার পর এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে গরমে পশুদের আরাম দিতে নেওয়া হয়েছে এমনই ব্যবস্থা। এশিয়াটিক ব্ল্যাক বিয়ার বা রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য রয়েছে আইস বার। স্তন্যপায়ী প্রাণীদের জন্য কৃত্রিম পুকুর, স্বয়ংক্রিয় ঝরনা, কাঠের প্ল্যাটফর্ম, জঙ্গলের ছায়ায় হেঁটে বেড়াবার জন্য বিশেষ পথের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন-প্রবল ঝড়ে ভাঙল বাড়ি, বরজ

চিতাবাঘদের জন্য ব্যবস্থা করা হয়েছে জ্যান্ত মাছের। ক্যাঙারুদের খাবারের জন্য লাগানো হয়েছে প্রচুর গাছ। পাখিদের ঠান্ডা জায়গায় বাসা বানানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রবল গরমে পশুপাখিদের স্বাস্থ্যের কথা ভেবেই এই ব্যবস্থা। উল্লেখ্য, কলকাতার আলিপুর চিড়িয়াখানায় গরমে রক্ষা দিতে ক্যাঙারুর খাঁচায় বসানো হয় কুলার, ফ্যান। পশু-পাখিদের খাদ্য তালিকাতেও আনা হয় বদল।

Latest article