ইসিএলে বিক্ষোভ

ইসিএল বেসরকারি নিরাপত্তারক্ষীদের পরিবর্তে সংস্থার নিজস্ব কর্মীদের নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

Must read

সংবাদদাতা : বিভিন্ন কয়লাখনিতে কাজ হারানো নিরাপত্তাকর্মীরা আন্দোলনে নামলেন। তাঁদের পুনর্নিয়োগের দাবিতে সোমবার ইসিএলের বিভিন্ন এরিয়া অফিসে বিক্ষোভ দেখালেন তাঁরা। কাজে বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তাঁরা। প্রায় তিন দশক ধরে খনি সংস্থা ইসিএলের কয়লা সহ বিভিন্ন সম্পত্তি রক্ষার দায়িত্বে রয়েছেন বেসরকারি সংস্থা নিয়োজিত নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন-হাতিকে ফ্রোজেন ফুড

ইসিএল বেসরকারি নিরাপত্তারক্ষীদের পরিবর্তে সংস্থার নিজস্ব কর্মীদের নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ১ মে বেসরকারি নিরাপত্তারক্ষীদের একাংশকে বসিয়ে দিয়েছে সংস্থা। আগামী নভেম্বর মাসের মধ্যে পর্যায়ক্রমে বাকি নিরাপত্তারক্ষীদেরও বসিয়ে দেওয়া হবে। সংস্থার এই সিদ্ধান্তে কাজ হারাবেন প্রায় এক হাজারের বেশি বেসরকারি নিরাপত্তারক্ষী।

Latest article