বেটি বঁচাও স্রেফ ধাপ্পা : চন্দ্রনাথ

পুলিশের হাতে ১৩ জন যুবকর্মীর প্রাণ যায়। দীর্ঘ দু’ বছর করোনার কারণে আমরা জনসভা করিনি। তাই এই শহিদ দিবসে আপনারা ধর্মতলায় শামিল হবেন।

Must read

সংবাদদাতা, ইলামবাজার : ‘বেটি বঁচাও, বেটি পড়াও’ প্রচারে খরচ হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। এটা স্রেফ ধাপ্পা। অথচ দেখুন, গ্রামবাংলায় একটা ঘর নেই, যেখানে কন্যাশ্রী প্রকল্প ঢোকেনি। ২১ জুলাইয়ের প্রস্তুতিতে গ্রামে গ্রামে সভা সারছেন। ইলামবাজার অঞ্চলের বাতিকার, হাসড়া, গোল্টে গ্রামে। যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এই সভার আয়োজন চলছে।

আরও পড়ুন-বিরোধিতা ভুলে দেউচায় শিল্পের পক্ষে জাকাত

এদিনের সভায় তিনি বলেন, শুধু ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ নয়, আয়ুষ্মান ভারতও একটি ভাঁওতা মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবার জন্য সব সময় মানুষের পাশে আছেন। কেন্দ্র বড় বড় কথা বলে। স্বাস্থ্যসাথী নিয়ে কথা বলে। কিছু কিছু নার্সিংহোম বদমায়েশি করছিল। মুখ্যমন্ত্রী আইন করে তা বন্ধ করে দিয়েছেন। আজ মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে। পুলিশের হাতে ১৩ জন যুবকর্মীর প্রাণ যায়। দীর্ঘ দু’ বছর করোনার কারণে আমরা জনসভা করিনি। তাই এই শহিদ দিবসে আপনারা ধর্মতলায় শামিল হবেন।

Latest article