ভগবানগোলা ও বরানগর ফের তৃণমূলের হাতেই

লোকসভা নির্বাচনের মতোই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাজিমাত করল তৃণমূল কংগ্রেস। বরানগর থেকে ভগবানগোলা, দুই কেন্দ্রেই জিতলেন তাঁরা

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচনের মতোই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাজিমাত করল তৃণমূল কংগ্রেস। বরানগর থেকে ভগবানগোলা, দুই কেন্দ্রেই জিতলেন তাঁরা। বরানগরে তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষকে হারিয়ে নজর কাড়লেন। গণনার মাঝে একসময় কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত দিনের শেষ বরানগরের মানুষের আশীর্বাদ পেয়ে বিজয়ী হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গত ফেব্রুয়ারিতে ভগবানগোলা বিধানসভার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হন। ফলে শূন্য হয়েছিল আসনটি।

আরও পড়ুন-ইউসুফ পাঠানের ছক্কা মাঠের বাইরে অধীর

লোকসভা ভোটে ৭ মে মুর্শিদাবাদ কেন্দ্রের পাশাপাশি ভগবানগোলা বিধানসভা কেন্দ্রেও হয় উপনির্বাচন। মঙ্গলবার লোকসভা ভোটের সঙ্গেই ফল প্রকাশ হয় ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে। তৃণমূল প্রার্থী রিয়াত হোসেন সরকার ১৫ হাজার ৬১৫ ভোটে জয়ী হন। তিনি হারান কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগমকে। জয়ী হওয়ার খবর শুনে ভগবানগোলা জুড়ে তৃণমূল কর্মীরা তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়েন। গণনাকেন্দ্র থেকে দলের জয়ী প্রার্থী রিয়াত বের হওয়ামাত্রই তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁর গলায় মালা পরিয়ে সংবর্ধিত করেন। রিয়াত হোসেন সরকার ভোট পান ১ লক্ষ ৭ হাজার ১৮টি। কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগম পান ৯১ হাজার ৪০৩টি ভোট। ১৭ রাউন্ড গণনার শেষে জয়ী ঘোষণা করা হয় তৃণমূল প্রার্থীকে।

Latest article