জোট নিয়ে বেসুরো মান

Must read

প্রতিবেদন : চণ্ডীগড় পুরনিগমে আসন সমঝোতা চূড়ান্ত করেছে আপ এবং কংগ্রেস। আপ নেতা রাঘব চাড্ডা ঘোষণা করেছিলেন, এটা ইন্ডিয়া জোটের প্রথম জয়। তার ঠিক পরই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। ঘোষণা করলেন, পাঞ্জাবের ১৩ আসনের ১৩টিই জিতবে আপ। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্ন নেই।
বুধবার পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann) জানান, পাঞ্জাবের ১৩ লোকসভা আসনের ১৩ টিতেই জিতবে আপ। অর্থাৎ ১৩ আসনেই প্রার্থী দেবে সেরাজ্যের শাসকদল। কোনও আসন ছাড়া হবে না কংগ্রেসের জন্য। পাঞ্জাবে ইন্ডিয়া জোটের ভবিষ্যত সম্পর্কে প্রশ্ন তুলে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। অনেকে অবশ্য বলছেন, এ হল চাপের কৌশল। যাতে জোট হলেও নির্ণায়ক শক্তি হয় আপই।

আরও পড়ুন- ইজরায়েলি হামলায় দুই পণবন্দির মৃত্যু, দাবি হামাসের

Latest article