প্রতিবেদন : ফের বোমা ফাটালেন বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সদ্য এআইএফএফ-এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কল্যাণ চৌবে। এর পরেই ফেডারেশনের এক্সিকিউটিভ কাউন্সিল নতুন সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ করেছে সাজি প্রভাকরণকে। আর এই নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন বাইচুং। এই বিষয়ে শনিবার তিনি সরাসরি চিঠি লিখেছেন এআইএফএফ প্রেসিডেন্টের কাছে।
আগামী সোমবার কলকাতায় ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। সেখানে যোগ দেবেন বাইচুংও। প্রসঙ্গত, প্রেসিডেন্ট পদে কল্যাণের বিরুদ্ধে লড়াই করে ভোটে হেরে গেলেও, বাইচুং এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য। গত ৩ সেপ্টেম্বরের সভায় প্রভাকরণকে সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়। তবে ব্যক্তিগত কারণে বাইচুং সেদিন উপস্থিত থাকতে পারেননি।
নিজের চিঠিতে প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, ‘‘আগামী ১৯ সেপ্টেম্বর ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সভার উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছি। ব্যক্তিগত কারণে আগের সভায় আমি উপস্থিত থাকতে পারিনি। তবে এবারের সভায় উপস্থিত থাকব। কিন্তু গত ৩ সেপ্টেম্বরের সভার যে ড্রাফটিংয়ে বেশ কিছু অসঙ্গতি আমার নজরে এসেছে। ওই সভার রোল কলে সাজি প্রভাকরণের উপস্থিতি নথিভুক্ত করা হয়নি। কিন্তু ড্রাফটে দেখা যাচ্ছে এক্সিকিউটিভ কমিটির সদস্য না হলেও উনি সেদিনের সভায় উপস্থিত ছিলেন!’’
আরও পড়ুন-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
এই পত্রবোমায় বাইচুং (Bhaichung Bhutia) আরও লিখেছেন, ‘‘আপনার (প্রেসিডেন্ট) অনুমোদনে এক্সিকিউটিভ কমিটি ডক্টর সাজি প্রভাকরণকে তাঁরই উপস্থিতিতে ফেডারেশনের সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ করে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এর ফলে গোটা প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠছে। এমনকী, তা পক্ষপাতদুষ্ট বলেই মনে হচ্ছে। এই প্রেক্ষিতে আমার প্রস্তাব এক্সিকিউটিভ কমিটির পরবর্তী সভায় সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করা হোক। এই পদ সর্বক্ষণের। তাই আইনসম্মত চুক্তির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত। তাই এই পদের সম্পূর্ণ শর্ত উল্লেখ করে বিজ্ঞাপন দেওয়া হোক। এই বিজ্ঞাপনে বেতন এবং নিয়োগ প্রক্রিয়ারও উল্লেখ থাকা উচিত।’’
নিজের চিঠিতে বাইচুংয়ের প্রস্তাব, যতদিন না পর্যন্ত নতুন সেক্রেটারি জেনারেল নিয়োগ করা হচ্ছে ততদিন সুনন্দ ধর, যিনি আই লিগের সিইও হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, তিনি দায়িত্ব পালন করবেন। এই বিষয়গুলি নিয়ে যাতে পরবর্তী সভার আলোচনা করা হয়, তারজন্য অনুরোধ জানিয়েছেন বাইচুং।