টিটাগড়ে স্কুলে বোমা, পুলিশি তদন্ত শুরু

Must read

সংবাদদাতা, বারাকপুর : স্কুলে তখন চলছে পঠনপাঠন। তার মধ্যেই স্কুলের (Titagarh High School) ছাদে বোমা ফাটল! কোনও হতাহতের খবর না থাকলেও ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী-সহ শিক্ষক, শিক্ষাকর্মী ও অবিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনার তদন্তে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। শনিবার বিশ্বকর্মা পুজোর দিন ঘটনাটি ঘটেছে টিটাগড় স্টেশন সংলগ্ন ‘টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুল’-এ। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিদ্যালয় পরিদর্শনে যান স্থানীয় কাউন্সিলর তথা টিটাগড় পুরসভার উপ পুরপ্রধান মহম্মদ জলিল, ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য-সহ অন্য পুলিশ আধিকারিকেরা। আসেন সাংসদ অর্জুন সিংও। তিনি বলেন, কোনও পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে সরকারকে হেয় করতে। পুলিশি তদন্তে তা বেরিয়ে আসবে। তবে গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ। বিদ্যালয়ের সহ-শিক্ষক খালিল তনবিদ জানান স্কুল চলাকালীন স্কুলের (Titagarh High School) ছাদে একটি বোমা পড়ে। স্কুলের ১৩০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে। এদিন পুরোদস্তুর স্কুল চলাকালীন দ্বিতীয় পিরিয়ডে অর্থাৎ ১১ টা ৩০ নাগাদ হঠাৎ ছাদে বোমা পড়ে। তার কিছুক্ষণ বাদেই ছিল টিফিন। সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকেরা। ডিসি (সেন্ট্রাল) আশিস মৌর্য বলেন, আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান বাইরে থেকে ঘটনা ঘটানো হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

Latest article