মিতা নন্দী, ঝাড়গ্রাম: স্লেট কেটে তৈরি দুর্গামূর্তি আর মাদল ধামসা নিয়ে নৃত্যরত আদিবাসী নারী-পুরুষের ভাস্কর্য পেয়ে খুশি বাংলার মুখ্যমন্ত্রী! সেটি এগুলো সঙ্গে করে কলকাতায় নিয়ে যান। তাঁর তৈরি শিল্পকর্ম মুখ্যমন্ত্রীর পছন্দ হওয়ায় খুশি ভাস্কর সুবীর বিশ্বাস (Bhaskar Subir Biswas)। সুবীরের শিল্পকর্ম বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাতে তুলে দেন বন ও ক্রেতাসুরক্ষা প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ঝাড়গ্রাম স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মহা কর্মিসম্মেলনে। বীরবাহা জানান, মুখ্যমন্ত্রী দুর্গাভাস্কর্য পেয়ে খুব খুশি। সঙ্গে করে নিয়েও গিয়েছেন। সেই সঙ্গে খোঁজ নিয়েছেন শিল্পীর। ভাস্কর সুবীর (Bhaskar Subir Biswas) বলেন, ‘অনেকেই আমার শিল্পকর্ম নিয়ে গিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী নেওয়ায় গর্ব অনুভব করছি।’ তিনি জানান, এই ধরনের কাজ ৩০-৩৫ বছর ধরে করছেন। প্রায় ১০ হাজার এই ধরনের কাজ করেছেন। দুর্গামূর্তিটি তৈরি করতে প্রায় এক মাস লেগেছে। আর নৃত্যরত নারী-পুরুষের শিল্পকর্মটি করতে লেগেছে সাতদিন। ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় তাঁর ছোট্ট একটি স্টুডিও রয়েছে। স্লেট ছাড়াও কাঠ বা ধাতু কেটে ভাস্কর্য বানানোর পাশাপাশি ছবি আঁকা ও কাব্যচর্চা তাঁর নেশা। মুখ্যমন্ত্রীর কাছে সুবীরের আবেদন, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝাড়গ্রামের বৈচিত্র্যপূর্ণ লোকসংস্কৃতি, ভাস্কর্য ও ছবি আঁকার ওপর স্নাতক পর্যায়ের কোনও কোর্স রাখলে ভাল হয়। এতে বহু ছেলেমেয়ে প্রতিষ্ঠিত হওয়ার নতুন দিশা পাবে।
আরও পড়ুন: হরিশচন্দ্রপুরে গুঁড়িয়ে দেওয়া হয় ২০টি বাড়ি, চলে লুঠপাট, বাংলায় তাণ্ডব বিহার পুলিশের