নয়া স্কুলশিক্ষা কমিশনার

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার স্কুলশিক্ষা কমিশনার (Education Commissioner) হিসেবে অরূপ সেনগুপ্তকে নতুন দায়িত্ব দিয়েছে। তিনি বর্তমানে উচ্চশিক্ষা দফতরের বিশেষ কমিশনার পদে নিযুক্ত রয়েছেন। অনিন্দ্যনারায়ণ বিশ্বাস অবসর নেওয়ার পরে স্কুলশিক্ষা কমিশনারের পদটি ফাঁকা ছিল। পরবর্তী স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অরূপবাবু এই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। অতিরিক্ত কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে। এর আগে এই দায়িত্ব সামলেছেন শুভ্র চক্রবর্তী। তিনি আইএএস অফিসার। স্কুলশিক্ষা কমিশনার (Education Commissioner) ও শিক্ষা মিশনের রাজ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন। এই ৩টি গুরুত্বপূর্ণ দফতরের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা কমিশনার করা হয়েছে অরূপ সেনগুপ্তকে। শিক্ষা দফতরে ব্যাপক রদবদল করছে রাজ্য। এ বিষয়ে বিশেষ নজর দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা কমিটিতে এই রদবদল হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর নির্দেশে। পুরানো কমিটি ভেঙে গঠিত হয়েছে নতুন কমিটি। নয়া কমিটির মেয়াদ থাকবে ১ বছর।

আরও পড়ুন: তাণ্ডব শেষে লিস্টনের হ্যাটট্রিক

Latest article