ভাটপাড়ায় ফের বোমাবাজি, আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের পুত্র

Must read

সংবাদদাতা, বারাকপুর : ভাটপাড়া (Bhatpara) পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং ও তাঁর ছেলে নমিত সিংকে মারধরের অভিযোগ বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠদের বিরুদ্ধে। মহিলা কাউন্সিলর ও তাঁর ছেলেকে নৃশংসভাবে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশে অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ প্রমোদ সিংকে গ্রেফতার করেছে। বিজয়ী কাউন্সিলরের অভিযোগ, শনিবার সকালে অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা সঞ্জয় সিং ও প্রমোদ সিং তাঁর ছেলেকে লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে। তাঁর ছেলের মাথায় ৪টি সেলাই পড়েছে।

ছেলেকে বাঁচাতে তিনি এগিয়ে এলে তাঁকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মারধর করা হয়। তাঁর পায়ে চোট লেগেছে। এবং পায়ের আঙুল কেটে গিয়েছে। তিনি জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রমোদ সিংকে গ্রেফতার করেছে। এরপরেই পুলিশ তদন্তে নেমে অর্জুন সিংয়ের বাড়ি থেকে সামান্য দূরে বাক্স ভর্তি বোমা ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, রাজনৈতিক মাটি হারিয়ে হিংস্র হয়ে উঠেছে অর্জুন সিং। তাই তাঁর ভাড়াটে গুন্ডাদের দিয়ে তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে খুন করতে চাইছে। ভাটপাড়াকে (Bhatpara) অশান্ত করতে চাইছে। দিশেহারা সাংসদের এখন পুরনো নেশা খুনের রাজনীতিতে মেতেছে।

Latest article