বিজেপি-সিপিএম-কংগ্রেস জোট গড়ে লড়লেও আসানসোলে মেয়র বিধানের জয় নিশ্চিত

Must read

সংবাদদাতা, আসানসোল : উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়কে (Bidhan Upadhyay) হারাতে বিজেপি, সিপিএম ও কংগ্রেস এরই মধ্যে একটি অলিখিত জোট করে ফেলেছে বলে এলাকায় শুরু হয়েছে জোর গুঞ্জন। তিন দলের পক্ষ থেকেই তলে তলে বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জেতানোর জন্য প্রচার চালানো হচ্ছে বলে এলাকাবাসীর একাংশের দাবি। যদিও বিরোধীদের এই অলিখিত জোটকে কোনওভাবেই গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। দলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাশন দাশু বলেন, এটা তো উপনির্বাচন। যখন আসানসোল নগর নিগমের ১০৬টি ওয়ার্ডে ভোট হল, তখনও তো বিরোধীরা তলায় তলায় তৃণমূলের বিরুদ্ধে মহাজোট করেছিল। কিন্তু তাতে ফল কী হয়েছে, সেটা তো গোটা রাজ্যের মানুষ জানেন। সুতরাং কে কোথায় কী জোট করল, তা নিয়ে দল বিন্দুমাত্র ভাবিত নয়। প্রসঙ্গত, ২১ অগাস্ট অনুষ্ঠিত হবে আসানসোল নগর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। গণনা ২৪ অগাস্ট। মহকুমা শাসক ও রিটার্নিং অফিসার অভিজ্ঞান পাঁজা জানান, উপনির্বাচনের জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকছে। জামুড়িয়া বিধানসভার বেনালি গ্রামের সিংহভাগ এই ওয়ার্ডের অন্তর্গত। পুরনিগম নির্বাচনে এই ওয়ার্ডের ১০ হাজার ভোটারের মধ্যে ৬৫ শতাংশের ভোট পেয়ে তৃণমূল প্রার্থী সঞ্জয় বন্দ্যোপাধ্যায় জেতেন ৬ হাজার ৩৮৪ ভোটের ব্যবধানে। তিনি পদত্যাগ করায় উপনির্বাচন হচ্ছে। তৃণমূলের প্রার্থী হয়েছেন মেয়র ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। চতুর্মুখী লড়াইয়ে বিরোধী বিজেপি, সিপিএম ও কংগ্রেস লড়লেও তৃণমূলের পাল্লা অনেকটাই ভারী বলে মনে করছেন এলাকাবাসী। তাঁদের মতে, এই উপনির্বাচনে আসানসোলের মেয়র ও তৃণমূল প্রার্থী বিধানবাবুর (Bidhan Upadhyay) জয় নিশ্চিত।

আরও পড়ুন: প্রতিষ্ঠা দিবসে আলিপুরদুয়ার থেকে রেকর্ড যোগদান হবে

Latest article