বিশ্বভারতীতে (Visva Bharati) ক্রমশই বেড়ে চলেছে বিতর্ক। এবার প্রাক্তনীদের সঙ্গে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে উত্তাপের আঁচ ছড়াল সমাবর্তন অনুষ্ঠানেও। বিশ্বভারতীর সমাবর্তনে প্রধান অতিথি হয়ে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Minister Rajnath Singh)।
তাঁর সামনেই অশান্তির আগুন আরও ছড়িয়ে পড়ল। প্রাক্তনীদের একটি বড় অংশকে সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিশ্বভারতী (Visva Bharati) কর্তৃপক্ষের বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তেজনা ছড়াল বিশ্বভারতী চত্বরে। কর্তৃপক্ষের এমন স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে উপাসনাগৃহের মূল ফটকের সামনে তুমুল বিক্ষোভ দেখান প্রাক্তনীরা।
আরও পড়ুন: আদানি ইস্যু: মিডিয়ার ‘মুখ’ বন্ধ করা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট
তবে সমাবর্তন অনুষ্ঠানের আগে থেকেই চাপা উত্তেজনা ছিল বিশ্বভারতীতে। সেই আবহে এদিন সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Vice Chancellor Bidyut Chakraborty) বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ। পোস্টারে উপাচার্যের পদত্যাগের দাবি তোলা হয়েছে। লেখা হয়েছে, “ভিসি দূর হটো, বিদ্যুৎ চক্রবর্তী গো ব্যাক”! পোস্টারে সমাবর্তনকে “রাজনৈতিক অনুষ্ঠান” বলেও অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পরেই সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তনীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি, বিশ্বভারতীর কিছু আশ্রমিক ও প্রাক্তনীদের “অশিক্ষিত” বলে কটাক্ষ করেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর কথায়, “এখানে অনেক অশিক্ষিত এবং অল্পশিক্ষিত মানুষেরা আছেন যাঁরা নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য শব্দবাণের দ্বারা বিশ্বভারতীকে কলুষিত করে যাচ্ছেন। আমি বলি, এঁরা বুড়ো খোকা। বুড়ো বয়সে মানুষের ভারসাম্য হয়তো নষ্ট হয়, সেই জন্যই বোধ হয়। কারণ বিশ্বভারতীর কোনও কাজে তাঁদের পাওয়া যায় না। কিন্তু তাঁরা প্রতিনিয়ত বিশ্বভারতীর সমালোচনা করতে উৎসুক।” এর পরই এদিন প্রাক্তনীদের সমাবর্তনে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…