দেশের তীব্র আর্থিক সংকট মোকাবিলা করতে চিনের সাহায্যপ্রার্থী হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সেখানেও চিনের কাছে বড় ধরনের ধাক্কা খেলেন ইমরান। বেজিং স্পষ্ট করে ইসলামাবাদকে জানিয়েছে, জম্মু-কাশ্মীরের উদ্ভূত সমস্যা যত শীঘ্র সম্ভব শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের একতরফা পদক্ষেপেরও কড়া সমালোচনা করেছে বেজিং।
আরও পড়ুন-জরুরি অবস্থা জারি
ইমরান চিনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে কাশ্মীরের বিষয়টি উত্থাপন করেন। সমস্যা সমাধানের চিনের সাহায্য চান ইমরান। তারপরেই চিন স্পষ্ট জানিয়েছে, কাশ্মীর সমস্যার একটি পুরনো ইতিহাস রয়েছে। এই বিরোধ সুদূরপ্রসারী। তাই পাকিস্তানের উচিত রাষ্ট্রসংঘের নিয়ম, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সমস্যার সমাধান করা।