কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে (Kolkata-Varanasi Expressway) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন (Nabanna) সূত্রে খবর, রাজ্যের ৬ জেলার উপর দিয়ে এই সড়ক হবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার জমি অধিগ্রহণ করা হবে। বৃহস্পতিবার, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জমি অধিগ্রহণের কাজ নিয়ে জেলাশাসকদের মতামত জানতে চেয়েছেন (Harikrishna Dwivedi)।
আরও পড়ুন-দেশে একাধিক রাজ্যে বাড়ছে মাদক পাচার, কী ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক?
এদিন এই বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব। ৬ জেলার জেলায় এই সড়ক নিয়ে যাওয়ার জন্য জমি অধিগ্রহণে কোনও সমস্যা হবে কি না- তা নিয়ে জেলাশাসকদের মতামত নেন তিনি। সূত্রের খবর, অন্য জেলায় সমস্যা না হলেও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় সমস্যা হতে পারে বৈঠকে জানানো হয়েছে। তবে, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে জমি অধিগ্রহণ নিয়ে কোনও সমস্যা হবে না বলেই মত বৈঠকে উপস্থিত আধিকারিকদের।
আরও পড়ুন-প্লাটিনাম জয়ন্তীতে মাতলেন কলেজের প্রাক্তনী সেচমন্ত্রী
হাওড়া জেলার বাগনান থেকে সরাসরি দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই এক্সপ্রেসওয়ে কী ভাবে নিয়ে যাওয়া হবে তার জন্যই পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। এক্সপ্রেসওয়ের জন্য হুগলি নদীর উপর আরও একটি সেতু নির্মাণ করা হতে পারে।
কয়েকমাস আগেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রক কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে তৈরির জন্য নবান্নকে জমি অধিগ্রহণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। দেশের অন্য যে সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে এই জাতীয় সড়ক যাবে, সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জমি অধিগ্রহণের কাজ। কিন্তু পশ্চিমবঙ্গে কোনও উদ্যোগ এতদিন নেওয়া হয়নি। ৩০ ডিসেম্বর গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করতে চায় নবান্ন