প্লাটিনাম জয়ন্তীতে মাতলেন কলেজের প্রাক্তনী সেচমন্ত্রী

Must read

সংবাদদাতা, নৈহাটি : নৈহাটি ঋষি অরবিন্দ বঙ্কিমচন্দ্র কলেজের ৭৫ বছর বর্ষপূর্তি অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী উৎসবে মেতেছে গোটা শহর। বাদ যাননি একদা সেই কলেজেরই ছাত্র, বর্তমানে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। বুধবার কলেজে পৌঁছে যান কলেজের প্রাক্তনী মন্ত্রী পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ অন্যরা। সেচমন্ত্রী (Partha Bhowmik) বলেন, ‘এবছর ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ৭৫ বছর বর্ষপূর্তি অভিনবভাবে কর্তৃপক্ষ ও ছাত্র সংসদের সদস্যরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে। এই কলেজের সুনাম রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। এমনকি রাজ্যে সবচেয়ে বেশি পড়ুয়া পড়ত এই কলেজেই। কিন্তু বাম সরকারের সময় কলেজটির তিনটি আলাদা নাম হয়। সবাই একত্রিত হয়ে কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী পালন করতে চলেছি। রাজ্যের বিভিন্ন প্রান্তের ৪২টি ব্যান্ড দল ব্যান্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।’

আরও পড়ুন: সাগরে নাশকতার শঙ্কা, কড়া ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

Latest article