হ্যাকিংকাণ্ড নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাংলায় গঠন হল তদন্ত কমিশন

Must read

ফোনে আড়িপাতা এবং রেকর্ডিং নিয়ে তদন্তের জন্য কমিশন গঠন করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার, সকালে রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-Breaking : দিল্লিতে পিটিয়ে মারা হল বাংলা থেকে যাওয়া শ্রমিক অসিত দাসকে

আজই দিল্লি যাওয়ার কথা তৃণমূলনেত্রীর। তার আগেই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকেন তিনি। তখনই জল্পনা ছিল কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, দেশ পেগাসাসকাণ্ড নিয়ে তোলপাড়। এর মধ্য বাংলার অনেক নেতা-মন্ত্রী, সাংবাদিকও রয়েছেন যাঁদের ফোনে আড়িপাতা এবং ফোনের কল রেকর্ড করা হয়েছে। তাঁর কথায়, “আমি ভেবেছিলাম কেন্দ্র এ বিষয়ে তদন্ত করবে”। কিন্তু কেন্দ্রের কোনও হেলদোল না দেখেই এবার রাজ্যের পক্ষ থেকে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। দুই সদস্যের তদন্ত কমিশনের রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম লকুর এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

আরও পড়ুন-দলের অন্দরে সংঘাতের জেরেই কি কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা বিএস ইয়েদুরাপ্পার?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কার কার ফোন হ্যাকিং করা হয়েছে? কোথা থেকে হ্যাকিং হয়েছে? কবে থেকে হ্যাকিং হয়েছে? কতদিনের তথ্য আছে? কীভাবে হ্যাকিং হয়েছে? গোট বিষয়টি তদন্ত করে দেখবেন তদন্ত কমিশন।

 

Latest article