রুদ্ধশ্বাস শেষ ওভারে সূর্যোদয়

২ রানে জিতে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল প্যাট কামিন্সের হায়দরাবাদ। ৪ পয়েন্ট নিয়ে ছ'নম্বরে প্রীতি জিন্টার পাঞ্জাব।

Must read

মুলানপুর, ৯ এপ্রিল : আমেদাবাদে কয়েকদিন আগেই দুই আনক্যাপড প্লেয়ার শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার পাওয়ার হিটিং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিল পাঞ্জাব কিংসকে। মঙ্গলবার মোহালির অদূরে মুলানপুরের নতুন স্টেডিয়ামেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন শশাঙ্ক ও আশুতোষ। কিন্তু শেষ ওভারে অল্পের জন্য রিঙ্কু সিং হয়ে উঠতে পারলেন না শশাঙ্ক ও আশুতোষ। মাত্র দু’রান দূরে থেমে যেতে হল পাঞ্জাবকে। ২ রানে জিতে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল প্যাট কামিন্সের হায়দরাবাদ। ৪ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে প্রীতি জিন্টার পাঞ্জাব।

আরও পড়ুন-নৈনিতালে দুর্ঘটনায় ৭ পর্যটক সহ হত ৮

হায়দরাবাদের ১৮২ রান তাড়া করতে নেমে পাঞ্জাব থামল ১৮০ রানে। শেষ ওভারে জয়ের জন্য ২৯ রান দরকার ছিল পাঞ্জাবের। হায়দরাবাদ ক্যাপ্টেন কামিন্স বল তুলে দিয়েছিলেন জয়দেব উনাদকাটের হাতে। রুদ্ধশ্বাস শেষ ওভারে ২৬ রান তোলেন শশাঙ্ক ও আশুতোষ। দু’জনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ওঠে ২৭ বলে ৬৬ রান। কিন্তু গতবারের রিঙ্কুর মতো টিমকে ফিনিশিং লাইন টপকে দিতে পারেননি দু’জন। তবে দর্শকদের মন জয় করে নিয়েছেন শশাঙ্ক ( ২৫ বলে ৪৬ অপরাজিত) ও আশুতোষ (১৫ বলে ৩৩ অপরাজিত)। টপ অর্ডারের ব্যর্থতার পর সিকান্দার রাজা (২৮) ও স্যাম কারেন (২৯) লড়াইয়ে রেখেছিল পাঞ্জাবকে। এরপর শশাঙ্ক-আশুতোষ ব্যাট হাতে রানের সুনামি আনলেও শেষ রক্ষা হয়নি।

আরও পড়ুন-রাজপুত-ক্ষত্রিয়দের বিদ্রোহে ঘুম ছুটেছে গেরুয়া শিবিরের, নিশ্চিত ভোটব্যাঙ্কে ব্যাপক ধসের আশঙ্কা

অভিষেক ম্যাচ খেলতে নামা ২০ বছরের ব্যাটিং অলরাউন্ডার নীতীশ রেড্ডির ৩৭ বলে ৬৪ রানে ভর করে হায়দরাবাদ কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল পাঞ্জাব কিংসকে। কামিন্সদের জয়ে ম্যাচের সেরা হলেন নীতীশই।
টসে জিতে ঘরের মাঠে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর অধিনায়ক। মালানপুরের নতুন মাঠে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েও নির্ধারিত ২০ ওভারে প্যাট কামিন্সের দল তুলল ৯ উইকেটে ১৮২ রান। হায়দরাবাদের ইনিংসের শুরুটা খারাপ করেননি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। তবে বড় রান পেলেন না দুই ওপেনারই। হেড ১৫ বলে ২১ রান করেন। তাঁকে অভিষেকের ব্যাট থেকে আসে ১১ বলে ১৬। রানের খাতা না খুলে ফেরেন তিন নম্বরে নামা আইদেন মার্করাম (০)। ব্যর্থ রাহুল ত্রিপাঠী (১১), হেনরিখ ক্লাসেনের (৯) মতো ব্যাটাররাও। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর মধ্যেই দলের ইনিংসকে টানলেন চার নম্বরে নামা নীতীশ। তাঁর দাপুটে ইনিংসই হায়দরাবাদকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। নীতীশের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। নীতীশকে কিছুটা সঙ্গ দেন আব্দুল সামাদ (১২ বলে ২৫)। হায়দরাবাদের ইনিংস ভাঙেন অর্শদীপ সিং। ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন পাঞ্জাবের বাঁ-হাতি পেসার।

Latest article