দাপটে জয় ইস্টবেঙ্গলের

কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ের বুলেটের মতো শটে গোল করেন তিনি। লাল-হলুদ রক্ষণে এদিন নজর কাড়লেন গুরসিমরত। ম্যাচের সেরা শৌভিক।

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে দাপুটে ফুটবল খেলে খিদিরপুরকে ২-০ গোলে হারাল লাল-হলুদ। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না হলে, ম্যাচটা আরও বড় ব্যবধানে জিততেই পারতেন বিনো জর্জের ছেলেরা। তবে যে দু’টি গোল হয়েছে, দু’টিই দর্শনীয়। এদিন সিনিয়র দলের চার ফুটবলার শৌভিক চক্রবর্তী, গুরসিমরত সিং গিল, তুহিন দাস ও মহম্মদ রাকিবকে মাঠে নামিয়েছিলেন বিনো।

আরও পড়ুন-‘হৃদয় পুড়ে যাচ্ছে, হৃদয় কাঁদছে’, ২১ জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে গিয়ে মণিপুর নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

অভিজ্ঞ শৌভিকের সৌজন্যে শুরু থেকেই মাঝমাঠের দখল নিজেদের হাতে তুলে নেয় ইস্টবেঙ্গল। ৩২ মিনিটে তুহিনের অনবদ্য গোলে এগিয়ে যায় লাল-হলুদ। মাঝমাঠে বিপক্ষের এক ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে তীব্র গতিতে খিদিরপুরের রক্ষণে পৌঁছে যান তুহিন। এরপর বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট বল জালে জড়িয়ে দেন।

আরও পড়ুন-মহিলাদের ফিফা বিশ্বকাপ শুরু আগেই অকল্যান্ডে বন্দুকবাজের হামলা, মৃত ৩

দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ আরও বাড়ায় ইস্টবেঙ্গল। ৫২ মিনিটে শৌভিকের ফ্রি-কিক থেকে গুরসিমরত সিং গিলের শট বাঁচিয়ে দেন খিদিরপুর গোলকিপার প্রিয়ন্ত সিং। ৭১ মিনিটে দীপ সাহার পাস থেকে ফাঁকায় বল পেয়েও বারের উপর দিয়ে উড়িয়ে দেন কুশ ছেত্রী। ম্যাচের একেবারে শেষ সময়ে লাল-হলুদের দ্বিতীয় গোলটি করেন শ্যামল বেসরা। কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ের বুলেটের মতো শটে গোল করেন তিনি। লাল-হলুদ রক্ষণে এদিন নজর কাড়লেন গুরসিমরত। ম্যাচের সেরা শৌভিক।

Latest article