মহিলাদের ফিফা বিশ্বকাপ শুরু আগেই অকল্যান্ডে বন্দুকবাজের হামলা, মৃত ৩

Must read

মহিলাদের ফিফা বিশ্বকাপ শুরু হতে আর কয়েকঘণ্টা বাকি রয়েছে। এর মধ্যেই বন্দুকবাজের (New Zealand Shooting) হামলা নিউজিল্যান্ডে। বৃহস্পতিবার সকালে অকল্যান্ডে (Auckland) হামলা চালাল দুষ্কৃতী। বন্দুকবাজের ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। আহত হয়েছেন আরও ৬ জন। এর মধ্যে একজন পুলিশ আধিকারিকও রয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিশ্বকাপ শুরুর আগে আতঙ্ক ছড়িয়েছে।

অকল্যান্ডে ইডেন পার্কে মহিলাদের ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা হবে নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যে। তবে বন্দুকবাজের (New Zealand Shooting) হামলা হওয়ার পর এই সূচির কোনও পরিবর্তন হবে না। এই হামলার সঙ্গে জঙ্গিযোগ নেই- জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন মাঠ -সহ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন- বিউটি পার্লার বন্ধ করা নিয়ে ফরমান তালিবান সরকারের, পথে নেমে প্রতিবাদ মহিলাদের

পুলিশ সূত্রে খবর, ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ অকল্যান্ডের একটি নির্মীয়মাণ বাড়ির মধ্যে এলোপাথাড়ি গুলি চালায় এক দুষ্কৃতী। ২৪ বছর বয়সি হামলাকারীর নাম মানু তাঙ্গি মতুয়া রিড। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, পুলিশকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে বন্দুকবাজের মোকাবিলা করেছেন। এই কারণে পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী হিপকিন্স।

Latest article