বিগ বস ওটিটি সিজন ৩

শুরু হয়েছে ‘বিগ বস (Bigboss) ওটিটি (OTT) সিজন ৩’। এবার সঞ্চালকের ভূমিকায় বলিউড তারকা অনিল কাপুর। দেখা যাচ্ছে জিও সিনেমায়। প্রথম পর্ব থেকেই জমে উঠেছে এই মেগা শো। লিখলেন অংশুমান চক্রবর্তী

Must read

শুক্রবার, জিও সিনেমায় শুরু হয়েছে ‘বিগ বস ওটিটি সিজন ৩’। প্রথম পর্ব থেকেই জমে উঠেছে এই মেগা শো। বড় চমক, এবার সঞ্চালকের ভূমিকায় বলিউড তারকা অনিল কাপুর। প্রায় সাড়ে চার দশক ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন। এই প্রথমবার সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। শো এগিয়ে নিয়ে গেছেন নিজস্ব স্টাইলে। হয়েছেন প্রশংসিত।
২০২১ সালে ‘বিগ বস ওটিটি সিজন ১’ দেখা গিয়েছিল ভুট চ্যানেলে। ৪২ পর্বের শোয়ে সঞ্চালনা করেছিলেন করণ জোহর। বলিউডের বহু হিট ছবির পরিচালক এর আগে কয়েকটি চ্যাট শো সাফল্যের সঙ্গে সঞ্চালনা করলেও, বিগ বস ওটিটি একেবারেই জমাতে পারেননি। ২০২৩ সালে শোয়ের দ্বিতীয় সিজনে সঞ্চালক হিসেবে আনা হয় বলিউড সুপারস্টার সলমন খানকে। ‘বিগ বস ওটিটি সিজন ২’ দেখা গিয়েছিল জিও সিনেমায়। দারুণভাবেই সফল হয়েছিল ৫৯ পর্বের ওই শো। তৃতীয় সিজনে এলেন অনিল কাপুর। ট্রেলার মুক্তির সময় থেকেই তাঁকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। শো দেখে বলা যায়, নিরাশ করেননি তিনি। তাঁর কথাবার্তা, হাঁটাচলায় ফুটে উঠেছে প্রবল আত্মবিশ্বাস।

আরও পড়ুন-মাছ-মাংসের মান যাচাই করে বিক্রির ছাড়পত্র পুরসভার

টেলিভিশনে ‘বিগ বস’ হিন্দি ভার্সন শুরু হয় ২০০৬ সালে। প্রথম সঞ্চালক ছিলেন বলিউডের কমেডি অভিনেতা আরশাদ ওয়ার্সি। তারপর দুটি সিজন সঞ্চালনা করেছেন অভিনেত্রী শিল্পা শেঠি, মেগাস্টার অমিতাভ বচ্চন। যথাক্রমে ২০০৮ এবং ২০০৯ সালে। ২০১০ সালে নির্মাতাদের অনুরোধে ‘বিগ বস’ সঞ্চালনার দায়িত্ব নেন সলমন খান। তারপর থেকে তিনিই টানা এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে। রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে। মাঝে একটি সিজনে তাঁর সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত। বাকি সিজনে সলমন সঞ্চালনা করেছেন একাই। তাঁর সময়ে কালার্স চ্যানেলের ‘বিগ বস’ পৌঁছেছিল জনপ্রিয়তার শীর্ষে। পিছনে ফেলে দিয়েছিল ছোট পর্দার অন্যান্য শো-গুলিকে।

আরও পড়ুন-ভাঙা হবে শহরের বেআইনি রুফটপ ক্যাফে-রেস্তোরাঁ

টেলিভিশনের ‘বিগ বস’ এগিয়ে নিয়ে গেলেও, ব্যস্ততার কারণে ‘বিগ বস ওটিটি সিজন ১’ সঞ্চালনা করতে পারেননি সলমন। করণ জোহরকে দায়িত্ব দেওয়া হয়। প্রথম সিজনে করণ ব্যর্থ হওয়ায় নির্মাতারা সলমনের দ্বারস্থ হন। তিনি টেলিভিশনের ‘বিগ বস’-এর পাশাপাশি ‘বিগ বস ওটিটি সিজন ২’ সঞ্চালনা করেন। রীতিমতো জমিয়ে দেন। এই মুহূর্তে সলমন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘সিকান্দার’-এর শ্যুটিংয়ে। তাই তিনি ‘বিগ বস ওটিটি সিজন ৩’ সঞ্চালনা করতে চাননি। সেই কারণেই নির্মাতারা তাঁর পরিবর্ত হিসেবে বেছে নিয়েছেন অনিলকে। বলিউডের মিঃ ইন্ডিয়ার কাছে বিষয়টা ছিল চ্যালেঞ্জিং। কারণ সারা দেশে এই শোকে জনপ্রিয় করেছেন সলমন। তাঁর জুতোয় পা গলানো একেবারেই সহজ ছিল না। মনে কিছুটা দ্বিধা থাকলেও, বুদ্ধিমান অনিল জানেন কীভাবে খেলতে হয়। তিনি আগেই খোলাখুলিভাবে স্বীকার করে নিয়েছেন, ‘সলমন আমার বন্ধু, ভাই। ওর জায়গা কেউ নিতে পারবে না।’ আরও বলেছেন, ‘চাপের মধ্যে যে-কোনও কাজ ভাল হয়। একটা সময় আমাকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, গোঁফ রাখলে নাকি আমি নায়ক হতে পারব না। সমালোচকদের ভুল প্রমাণ করেছি। ৪৫ বছর ধরে কাজ করে চলেছি মাথা উঁচু রেখে। আশা করি শোয়ের সঞ্চালক হিসেবেও সফল হব।’

আরও পড়ুন-ঋতুচক্রে লজ্জা নয়

সলমন এবং অনিল বরাবরই সুসম্পর্ক বজায় রেখেছেন নিজেদের মধ্যে। একসঙ্গে অভিনয় করেছেন ‘বিবি নম্বর ওয়ান’, ‘যুবরাজ’, ‘নো এন্ট্রি’, ‘রেস থ্রি’ ছবিতে। সলমনের সঙ্গে ‘প্রেম রতন ধন পায়ো’ এবং ‘সাঁওরিয়া’ ছবিতে অভিনয় করেছেন অনিল-কন্য সোনম কাপুর। গতবছর নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমনকে ‘ভারতীয় সিনেমার মহানায়ক’ বলে অভিহিত করেছেন অনিল। দুই তারকা যে-কোনও পরিস্থিতিতে থাকেন একে অপরের পাশে। বিষয়গুলো কিছুটা হলেও স্বস্তি দিয়েছে অনিলকে। কারও পরিবর্ত হিসেবে এলে সচরাচর দুজনের মধ্যে সম্পর্কে চিড় ধরে। এই ক্ষেত্রে অন্তত সেই ভয় নেই। সবথেকে বড় কথা, অনিল পেয়েছেন খোদ সলমনের শুভেচ্ছা। বলিউড ভাইজান তাঁকে জানিয়েছেন, ‘আমি তোমার পাশে আছি। চালিয়ে যাও।’ এতে ভরসা পেয়েছেন অনিল। মনপ্রাণ ঢেলে দিয়েছেন শোয়ে। নিজের মতো করে ভাবতে পেরেছেন। বুনে দিয়েছেন নিজস্ব স্টাইল। সবমিলিয়ে তারকাসমৃদ্ধ প্রথম এপিসোড হয়ে উঠেছে একদম ঝাক্কাস। বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় ব্যাক্তিরা এবার বাসিন্দা হয়েছেন ‘বিগ বস’ ঘরের।

আরও পড়ুন-অম্বুবাচী : এক ঋতুমতী মায়ের গল্প

বরাবর এই শো থাকে বিতর্কের কেন্দ্রে। অতীতে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছেন ঘরের বাসিন্দারা। নতুন সম্পর্ক রচিত হয়েছে। সম্পর্ক ভেঙেছে। তৈরি হয়েছে বহু নাটকীয় মুহূর্ত। এবারেও তার ব্যতিক্রম হবে না। প্রথম পর্ব দেখেই মনে হচ্ছে, সঞ্চালক অনিল সবকিছু শক্ত হাতেই সামলাবেন। জানা গেছে, যিনি বিজয়ী হবেন, তিনি পাবেন ২৫ লক্ষ টাকা পুরস্কার। লক্ষ্য পূরণের আগে তাঁকে লড়তে হবে ঘরের বাকি সদস্যদের সঙ্গে। পেরোতে হবে বহু বাধা। লড়াই তো হবে ঘরে। প্রতি পর্বে আলো ঝলমলে দোরে দর্শকদের স্বাগত জানাবেন অনিল কাপুর। চিরচেনা হাসি ছড়িয়ে। সেইসঙ্গে ছড়িয়ে দেবেন ভরপুর বিনোদন। ফলে এই শো কোনও ভাবেই মিস করা চলবে না।

Latest article