সংবাদদাতা, কাটোয়া : ‘অশরীরী আতঙ্কে’ শিকেয় উঠেছিল পঠনপাঠন। স্কুলে যাওয়ার নাম শুনলেই ভয়ে কুঁকড়ে উঠছিল পড়ুয়ারা। কমছিল হাজিরা। পূর্বস্থলী ১নং ব্লকের চাঁপাহাটি কেপিসি বালিকা বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে নামল বিজ্ঞান মঞ্চ। অশরীরী বা ভূত বলে যে কিছু নেই এটা বোঝাতে পড়ুয়াদের সচেতনতার ক্লাস নিলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
আরও পড়ুন-সারদার ফাইল-লোপাট কাণ্ডে ধৃত দেবে গোপন জবানবন্দি
কয়েকদিন আগেই ‘ক্লাসে অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে’, এমন উদ্ভট ধারণায় ভর করে স্কুলে হাজিরা তলানিতে চলে যায়। সেই আতঙ্ক কাটিয়ে স্কুলকে স্বাভাবিক ছন্দে ফেরাতে ক্লাসে ক্লাসে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ছাত্রীদের মনে ঘাঁটি গাড়া আতঙ্ক দূর করতে বিজ্ঞান মঞ্চের হস্তক্ষেপ চাওয়া হয়। বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক আশুতোষ পাল বলেন, ‘‘অশরীরী বা ভূত বলে যে কিছু হয় না, সেটা ছাত্রীদের বোঝানো হয়েছে। সেইসঙ্গে বিজ্ঞানমনস্কতা গড়ে ভিত্তিহীন ভাবনার মূলোচ্ছেদ করারও পদক্ষেপ নেওয়া হয়েছে।’’
আরও পড়ুন-১২ বছর পর সমস্যার সমাধান মথুরাপুরের গ্রামে, বাড়ির দরজায় আসছে জল
সচেতনতার পাশাপাশি ছাত্রীদের নিয়ে ইকো ক্লাব গঠিত হয়েছে বলে জানালেন প্রধান শিক্ষিকা অনন্যা বিশ্বাস। এছাড়া ছাত্রীদের মধ্যে ধারাবাহিকভাবে পরিবেশ সচেতনতা প্রচারও করবে স্কুল। ছাত্রীদের নিয়মিত কাউন্সেলিং করাটা কাজে দিয়েছে, জানিয়ে বহু অভিভাবকের দাবি, তখন স্কুলে যাওয়ার নামেই আতঙ্কিত হত মেয়েরা। এখন আর স্কুলে যেতে আপত্তি করছে না।