১২ বছর পর সমস্যার সমাধান মথুরাপুরের গ্রামে, বাড়ির দরজায় আসছে জল

প্রতি বছর গরমের সময় এলাকায় জলের স্তর নেমে যাওয়ায় খুবই অসুবিধায় পড়তেন মথুরাপুরের আবাদ ভগবানপুর গ্রামের বাসিন্দারা।

Must read

সংবাদদাতা, মথুরাপুর : প্রতি বছর গরমের সময় এলাকায় জলের স্তর নেমে যাওয়ায় খুবই অসুবিধায় পড়তেন মথুরাপুরের আবাদ ভগবানপুর গ্রামের বাসিন্দারা। ১২ বছর পর সেই জলসমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। সমস্যা দূর করতে ২০০৯-এ পিএইচই পাম্প তৈরি হয় মথুরাপুরের সাতপুকুরে।

আরও পড়ুন-ডেঙ্গু প্রতিরোধে সাফাই প্রচার চলছে দুর্গাপুরে

লক্ষ্য ছিল প্রান্তিক এলাকা আবাদ ভগবানপুরে পাইপ লাইনের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া। কিন্তু জমিজটে কাজ মাঝপথে থমকে যায়‌ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই প্রকল্প পুনরায় চালুর জন্য চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে রায়দিঘির বিধায়ক ড. অলক জলদাতার উদ্যোগে পুনরায় কাজ শুরু হয়েছে। ফলে মিটতে চলেছে বারো বছরের দীর্ঘ অপেক্ষা এবং এলাকার জলসমস্যা। ইতিমধ্যে রাজ্য সরকারের জলস্বপ্ন প্রকল্পে কাজ শুরু হয়েছে। পরে ফলতা মথুরাপুর প্রোজেক্টের মাধ্যমে জল সরবরাহ করা হবে। সরবরাহ শুরু হলে এলাকার প্রায় ১৫ হাজার মানুষ উপকৃত হবেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন এর জন্য দাবি জানিয়ে আসছিলেন।

আরও পড়ুন-বাহাদুরি! আস্ত মন্দির না-ভেঙে সরছে অন্যত্র

নতুন করে প্রকল্পের কাজ শুরু হতে বেজায় খুশি তাঁরা। মথুরাপুর ১ নং ব্লকের নারী ও শিশু উন্নয়নের কর্মাধ্যক্ষা সাহানা খাতুন জানান, ‘‘দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে আসছিলাম। রায়দিঘির বিধায়ক ড. অলক জলদাতাকে ধন্যবাদ তাঁর উদ্যোগে কাজ শুরু হওয়ায়। সব কিছু ঠিক থাকলে চার মাসের মধ্যে প্রতি বাড়ি জল পৌঁছে যাবে।’’

Latest article