ডেঙ্গু প্রতিরোধে সাফাই প্রচার চলছে দুর্গাপুরে

দুর্গাপুর পুর এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কোনও রোগীর খবর নেই। তবুও রোগ প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিল দুর্গাপুর নগর নিগম

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুর পুর এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কোনও রোগীর খবর নেই। তবুও রোগ প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিল দুর্গাপুর নগর নিগম। নিগমের ৪৩টি ওয়ার্ডের প্রতিটিতেই বিশেষভাবে সুসজ্জিত ৪টি টোটোর সাহায্যে নাগরিকদের সচেতন করার কাজ শুরু হল। টোটোগুলি শহরের প্রতিটি প্রান্তে ঘুরে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে কী কী করণীয় সে ব্যাপারে প্রচার চালাবে বলে জানান মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়।

আরও পড়ুন-বাহাদুরি! আস্ত মন্দির না-ভেঙে সরছে অন্যত্র

তিনি বলেন, ‘‘এ বছর এখনও পর্যন্ত কোনও ডেঙ্গু রোগীর খোঁজ পাওয়া যায়নি শহরে। আমরা চাই ডেঙ্গু ও ম্যালেরিয়ামুক্ত হোক দুর্গাপুর শহর। এই লক্ষ্যেই শহরে যেসব জায়গায় জল জমার সম্ভাবনা বেশি সেই সব এলাকায় নিয়মিত সাফাই অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি নিয়মিত ঝোপঝাড়, জঙ্গল সাফাইয়ের মাধ্যমে পরিচ্ছন্ন দুর্গাপুর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’’ দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি বলেন, ‘‘পুর এলাকার প্রতিটি প্রান্তে মশার বংশবিস্তার রোধে নিয়মিত সাফাই অভিযান চলছে। আমরা সাধারণ মানুষকে মশারি ব্যবহারের পাশাপাশি কোথাও জল জমতে না দেওয়ার পরামর্শ দিচ্ছি।’’

Latest article